পথ আটকে রিল, প্রকাশ্যে ধূমপান! গ্রেফতার উত্তরপ্রদেশের সলমন খান

অহেলিকা দও, কলকাতা : বলিউডে ব্যাচেলর্সের কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে সলমন খানের ( Salman Khan ) কথা। প্রায়শই নিজের ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে থাকেন তিনি। বলিউডে কয়েক যুগ কাটিয়ে ফেলার পরও নিজের নাম থেকে আইবুড়ো ট্যাগ সরে যায়নি সাল্লু ভাইয়ের। তবুও সারা দেশ জুড়ে সল্লু ভাইয়ের লক্ষ লক্ষ ভক্ত। ৬০ বছর বয়স হতে চললেও মেজাজে তিনিই ( Salman Khan ) সেরা। এখনও শার্ট খুলে বাইসেপস ফোলালে কত মেয়েরা যে ফিদা হয় তা ধারনার বাইরে।
সলমন খান তো ধরা ছোঁয়ার বাইরে। তবে ‘উত্তরপ্রদেশের সলমন’কে ( Uttar Pradesh Salman Khan ) কিন্তু আপনি চাইলেই ছুঁতে পারেন। ভাইজানের সাথে মুখশ্রীর খানিক মিল আছে তার। পরবর্তীতে নিজের চেষ্টায় বডিও বানিয়ে ফেলেন তিনি। তার একটাই পরিচিতি তিনি সল্লু ভাইয়ের ( Salman Khan ) মতো দেখতে। এমনকি ভালোই ফ্যান ফলোয়ার্স তার। এছাড়াও সলমন খানের সাথে আরও একটা বড় মিল আছে তার। দুজনেই জেলের ভাত খেয়েছেন। রাস্তা আটকে সিগারেট খেতে খেতে রিল বানাতেন উত্তরপ্রদেশের ভাইজান, আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়।
View this post on Instagram
কিন্তু এখন একটাই প্রশ্ন, কে এই উত্তরপ্রদেশের সলমন? তিনি হলেন বলিউড ইন্ডাস্ট্রির সলমন খানের ( Salman Khan ) অবিকল কপি। বাহ্যিক গঠন তারকাদের মতো হলে অনেকেই তাঁদের মতো বেশভূষা করে জনপ্রিয় হন। নকল শাহরুখ খান, নকল আলিয়া ভাট, নকল ক্যাটরিনা কাইফদের কথা শুনেছেন, চোখেও দেখেছেন অনেকে। ইনিও তাঁদেরই মতো একজন। বড়পর্দায় তো আর দেখাবে না তাকে, তাই রাস্তায় রাস্তায় রিল বানিয়েই জনপ্রিয়তা অর্জন করেন।
View this post on Instagram
তার ভালো নাম আজম আনসারি। তবে উত্তরপ্রদেশের সলমন নামেই বেশি জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে ৭৭ হাজারেরও বেশি ফলোয়ারস রয়েছে তাঁর। রবিবার ক্লক টাওয়ারের সামনে সব দিনের মতো সল্লু ( Salman Khan ) সেজে রিল বানাচ্ছিলেন তিনি, ওমনি তাকে দেখতে ভীড় জমায় পথচারীরা। এই অভিযোগে আর প্রকাশ্যে রাস্তায় ধূমপান করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরগঞ্জ থানার পুলিশ এবং গ্রেফতার করে আজম আনসারিকে।
View this post on Instagram
আরও পড়ুন…শাহরুখ থেকে রণবীর! কাজের বিনিময়ে যৌনলালসার শিকার হতে হয়েছিল এই বলি হিরোদের
স্যোশাল মিডিয়ায় ভালোই পরিচিতি রয়েছে আজম আনসারির। সলমনের নাচ থেকে শুরু করে হাঁটার স্টাইলও নকল করেন তিনি। ইউটিউবে ১.৬৭ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে আজমের। তবে এই বিপত্তির জেরে কবে তিনি ছাড়া পাবেন তা জানা যায়নি।
আরও পড়ুন…“আমায় বাড়ি ছেড়ে দাও”, পার্টি শেষ হতেই সলমন ঘনিষ্ঠ শেহনাজ