রাত ১২ টায় ডিনারে ডেকে যৌন প্রস্তাব, এরপর কী করেছিলেন লাস্যময়ী শার্লিন

রাখী পোদ্দার, কলকাতা : বি টাউনে কাস্টিং কাউচ নিয়ে এর আগেও মুখ খুলেছেন অনেকেই। বর্তমানে #MeToo ঝরে রীতিমতো বেসামাল বলিউড। বলিউড ( Bollywood) ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু তারকাই বর্তমানে সরব হচ্ছেন তাঁদের সাথে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে। কেরিয়ারের শুরুতে অনেকেই শিকার হয়েছেন এই কাস্টিং কাউচের ( Casting Couch) আর সেই তালিকাতে সামিল রয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের নাম। সম্প্রতি বলিউডের এই কাস্টিং কাউচ নিয়ে নিজের মুখ খুললেন লাস্যময়ী শার্লিন চোপড়া ( Sherlyn Chopra)। জানালেন কীভাবে এই নোংরা পরিস্থিতির মোকাবেলা করেছিলেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শার্লিন ( Sherlyn Chopra) বলেন, কেরিয়ারের শুরুতে বলিউডে পা রাখার প্রথম দিকে অনেকের কাছ থেকেই অশ্লীল প্রস্তাব পেয়েছিলেন তিনি। কারোর কোনো রকম সাহায্য ছাড়াই বিনোদন জগতে আসার চেষ্টা করেছিলেন তিনি। আর তাই নিজের পোর্টফোলিও নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের কাছে যেতেন শার্লিন। তিনি ভাবতেন তাঁর নিজের মধ্যে যা প্রতিভা রয়েছ তা হয়তো সেই চলচ্চিত্র নির্মাতারা দেখতে পাবেন। কিন্তু চলচ্চিত্র নির্মাতারাও তাঁকে বলতেন আচ্ছা ডিনারে ( Dinner) দেখা হবে। আর সেই ডিনারটা হতো রাত ১১ থেকে ১২ টার মধ্যে।

আরও পড়ুন : “নিজের দোষেই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা “, মল্লিকার মন্তব্য ঘিরে সরগরম বি টাউন

img 20220510 164611
Sherlyn Chopra

সাধারণ মানুষের কাছে ‘ডিনার’ শব্দের অর্থ হল রাতের খাবার। কিন্তু বলিউডে ( Bollywood) এই ডিনার ( Dinner) শব্দের রয়েছে আরও একটি অন্য মানে। শার্লিনের কথায়, বলিউডে ‘ডিনার’ শব্দটি একপ্রকার যৌন প্রস্তাবেরই ইঙ্গিত। আর এই ইঙ্গিত প্রথম দিকে বুঝতে না পারায় বেশ কয়েকবার সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বেশকিছু খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরই আসল বিষয়টি বুঝতে পারেন তিনি। শার্লিনের বলেন, এমন অভিজ্ঞতার পরে তিনি সিদ্ধান্ত নেন, তিনি শুধু প্রতিভাবান পরিচালক ও প্রযোজকদের সঙ্গেই কাজ করবেন। শুধু তাই নয় তারপর থেকে ডিনারের কথা উঠলেই শার্লিন ( Sherlyn Chopra) সটান উত্তর দিতেন, তিনি ডিনার করেন না, তাঁর ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, কিংবা লাঞ্চে তাঁকে ডাকতে পারেন। আর এই পদক্ষেপ গ্রহণ করার পর থেকে আর কখনোই ডিনার করার প্রস্তাব পাননি তিনি।

আরও পড়ুন : সলমনের উদ্যোগেই কি পরকীয়ায় নামেন মালাইকা? আরবাজের বিয়ের আগে শোরগোল বি-টাউনে

img 20220510 164628শার্লিনের মতে, যাঁরা তথাকথিত ফিল্মি পরিবার থেকে বি-টাউনে আসেন না তাঁদেরকেই এধরনের প্রস্তাবের শিকার হতে হয়। তবে কারা এধরনের যৌন ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিয়েছিলেন তাঁকে সেবিষয়ে অবশ্য আলাদা করে কারোর নাম নেননি অভিনেত্রী। শার্লিন বলেন, কার কথা বলবো? কোনও একজন নির্দিষ্ট কেউ নয়, এধরনের বহু লোক রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। ‘প্লে বয়’ ম্যাগজিনে নগ্ন ফটোশ্যুটের মাধ্যমে খবরের শিরোনামে উঠে আসেন হায়দ্রাবাদের শার্লিন চোপড়া ( Sherlyn Chopra)। তারপর বেশকিছু বলিউড ছবিতে ও দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।




Leave a Reply

Back to top button