বুড়ো হারের জোর! বয়স বাড়লেও বি-টাউনে পরকীয়ার মহারাজ আলিয়া পিতা মহেশ

মন্টি শীল, কলকাতা : অনেকেই বলেন পরিচালকের হাত মাথার উপর থাকলে যেকোনও সিনেমা বক্স অফিসে দাপিয়ে বেড়াবে। কথাটা শোনার ক্ষেত্রে কতটা বাস্তবতা আছে জানা নেই, তবে কার্যক্ষেত্রে অনেক বাস্তবতা খুঁজে পাবেন। আর এর অন্যতম উদাহরণ বি-টাউন, ওরফে বলিউড। এখানে লাইম লাইটের নীচে একের পর এক অবৈধ সম্পর্ক এবং যৌন জীবন সম্পর্কের হদিশ পাওয়া যায়। এমন কিছু কাহিনী আছে যাতে জানা গিয়েছে শুধু মাত্র যৌন লালসার জেরে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন কোনও অভিনেত্রী।

আবার কখনও কখনও শোনা যায় কোনও পরিচালকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর এর মধ্যে বলিউডের একজন অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন সেক্স গুরু হিসেবে পরিচিত মহেশ ভাট। পরিচালক মহেশ ভাট এর জীবন অত্যন্ত সংগ্রাম এবং রহস্যে পরিপূর্ণ। তার জীবন নিয়ে হাজারো গসিপ শোনা যায়। জানা গিয়েছে, পরিচালক মহেশ ভাট একজন মুসলিম পরিবারের সন্তান। তার মা ছিলেন মুসলমান ধর্মাবলম্বীর মানুষ। মা এর কাছে ছেলেবেলা কাটলেও বাবার পরশ পাননি এই পরিচালক। শোনা যায়, তার বাবা নানাভাই ভাট পেশায় একজন চিত্রপরিচালক ছিলেন।

10c62

আরও পড়ুন ….“নিজের দোষেই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা “, মল্লিকার মন্তব্য ঘিরে সরগরম বি টাউন
আরও পড়ুন ….সলমনের উদ্যোগেই কি পরকীয়ায় নামেন মালাইকা? আরবাজের বিয়ের আগে শোরগোল বি-টাউনে

শোনা গিয়েছে, মহেশ ছাত্রজীবন থেকেই প্রচুর সংগ্রামের মধ্যে দিয়ে কাটিয়েছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনও করেছেন তিনি। কর্ম জীবনে সফলতার পর তিনি তার স্কুলের সহপাঠীকা কিরণ এর সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। যদিও তাদের এই সম্পর্ক বেশীদিনের জন্য স্থায়ী করেনি। তার প্রথম পক্ষের স্ত্রী এর দুটি সন্তান পুজা ভাট এবং রাহুল ভাট রয়েছে। শোনা যায়, তার বিবাহ বিচ্ছেদের মূখ্য কারণ হল তার পড়কিয়ার স্বভাব। পরিচালক মহেশ তৎকালীন বলিউড অভিনেত্রী পরভিন ববি র সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। এমনকি দুজনের বহু অন্তরঙ্গ কাহিনীর কথা আজও চর্চিত বি-টাউনে।

10c61

আরও পড়ুন ….“বলিউডকেও পেরিয়ে গেছে দক্ষিণী সিনেমা”, মহেশ বাবু’র বিস্ফোরক মন্তব্যে শোরগোল বি-টাউনে

তবে এই পড়কিয়ার কাহিনী ইতি হতেই ফের দ্বিতীয় বিয়ে করেন মহেশ। অভিনেত্রী সোনি রাজদানের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন তিনি। তাও আবার প্রথম স্ত্রী এর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই। মহেশ মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করেন সোনি রাজদানকে। কিন্তু এই সবের মধ্যেই মেয়ে পূজা ভাট এর সঙ্গে মহেশের সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলি পাড়ায়। এমনি তাদের দুজনের এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি আজও ঘোরাফেরা করে নেটমাধ্যমে। এমনকি বলিউডের এই যুগের অভিনেত্রীদের সঙ্গে মহেশের গোপন সম্পর্কের গুঞ্জন শোনা যায় যায়।

সেই তালিকায় রয়েছেন মল্লিকা সেরাওয়াত, রিয়া চক্রবর্তী, কঙ্গোনা রাণাওয়াত সহ একাধিক বলিউড অভিনেত্রী। যদিও যৌন কেলেঙ্কারির সঙ্গে সঙ্গে একাধিক হিট সিনেমাও উপহার দিয়েছেন বলিউডকে। সম্প্রতি মহেশ কাপুর পরিবারের সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছেন। তার মেয়ে আলিয়া ভাট কাপুর পরিবারের সন্তান রণবীর কাপুরের সঙ্গে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে দিন যতই এগিয়ে যাক বলিউডে যৌন কেলেঙ্কারির প্রসঙ্গ উঠে এলে যে মহেশ ভাট এর নাম প্রথমেই থাকবে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button