ঝগরুটে মেজাজি ঋদ্ধির হাত পা বেঁধে জব্দ খড়ির! সম্পর্কের রসায়নে মন মজেছে দর্শকদের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা ও বাঙালির বিনোদন এর মাধ্যমকে জোরদার করেছে বাংলা ধারাবাহিক। টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দিনের হাজারো কর্ম ব্যস্ততার মধ্যে একটু বিশ্রাম নেওয়ার একমাত্র মাধ্যম। তাই ইদানিং কালে এই বিনোদনের মাধ্যমকে আরও জোরালো এবং জনপ্রিয় করে তুলতে একের পর এক টুইস্ট নিয়ে হাজির দর্শকদের কাছে হাজির হচ্ছে টেলিভিশনের ধারাবাহিক। বিশেষত এই কাজকে আরও বেশি মাত্রায় এগিয়ে নিয়ে চলেছে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা।

সম্প্রতি এই জনপ্রিয় চ্যানেলের কিছু কিছু ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে দর্শকদের মনে দুঃখ জন্মালেও তা কাটিয়ে তুলতে এক্কেবারে তৈরি এই চ্যানেল। স্টার জলসায় সম্প্রচারিত এই চমকপ্রদ ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম নাম হল ‘গাঁটছড়া’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋদ্ধি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলিউড অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। আর এই ধারাবাহিকে মূখ্য নায়িকার চরিত্র অর্থাৎ খড়ি-র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী সোলাঙ্কি রায়-কে।

11c22

আরও পড়ুন ….স্যান্ডির সাথে কোমর বেঁধে ঝগড়া! মাথা গরমে মেস বাড়ির ছাড়ে শ্রীতমা
আরও পড়ুন ….স্টার জলসার পথ চলা, কী করে এখনও বাংলার এক নম্বর চ্যানেল হয়ে উঠল এটি

প্রথম প্রথম এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকে নেটিজেনদের একের পর এক তীব্র কটূক্তি এবং সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গল্পে নতুন টুইস্ট আসার দরুন গাঁটছড়া ধারাবাহিক এই টিআরপি রেটিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে। আর এর একমাত্র কারণ হল ধারাবাহিকের মুখ্য চরিত্র খড়ি এবং ঋদ্ধির অসাধারণ কেমিস্ট্রি। সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছিল, খড়ির সন্তানসম্ভবার মিথ্যা রিপোর্টের দরুণ গোটা পরিবার তাকে কাঠগড়ায় তুলেছিল।

আরও পড়ুন ….একঘেয়ে ‘মাসালা’ ছবিই করতে চান জিৎ! অন্য ধারার ছবি না করার কারণ কি? নিজেই জানালেন অভিনেতা

11c23

গল্পের এই ড্রামা ও টান উত্তেজনার মধ্যেই ফের শুরু হয়ে যায় ধারাবাহিকের মুখ্য চরিত্র খড়ি এবং ঋদ্ধি নতুন খুনসুটির কাহিনী। যার প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মারফত দর্শকদের কাছে হাজির হয়েছে। যা দেখার পর রীতিমতো মুগ্ধ এই ধারাবাহিকের দর্শক মহল। কিন্তু কি রয়েছে সেই প্রোমোতে? দেখা গিয়েছে, সিংহরায় পরিবারের পক্ষ থেকে এক প্রদর্শনীর বন্দবস্ত করা হয়েছে। সেখানে ধারাবাহিকের নায়িকা খড়ি বদ মেজাজি ঋদ্ধিকে জব্দ করার জন্য হাত আর মুখ বেঁধে দিয়েছেন। ধারাবাহিকের হিরো আর হিরোইনের এই খুনসুটি দেখে বেজায় খুশি দর্শক মহল। তাদের মতে, গল্পের একঘেয়েমি কাটিয়ে একটু হাস্যরস যোগ হয়েছে ধারাবাহিকে, যা বিনোদনের জন্য অত্যন্ত জরুরী।




Leave a Reply

Back to top button