শুধুমাত্র টাকার বিনিময়ে নগ্নতা! দেখে নিন এমন ৫ অভিনেত্রীকে যারা ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতে একটা নতুন ট্রেন্ড বা ফ্লেভার লক্ষ্য করা যাচ্ছে। আর সেটা হল লাভ সিন বা হট মোমেন্টস অথবা নুড মোমেন্টস। বিশেষ কিছু অভিনেত্রী এই চ্যাপ্টার থেকে দূরে থাকলেও, বেশির ভাগ অভিনেত্রীই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। তবে এরও কিছু নির্দিষ্ট সীমা বদ্ধতা রয়েছে। সাধারণত মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে এই ধরনের দৃশ্য চোখে পড়ে না। কিন্তু ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে এর রমরমা চাহিদা। কিছু কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা লজ্জার সমস্ত সীমাকে অতিক্রম করে ক্যামেরার সামনে নগ্নতার সহায়তায় বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের শ্যুটিং করে চলেছে। এক নজরে এরকমই কয়েকজন অভিনেত্রীকে দেখে নিন-

• সানি লিওনি

11c61
অনুরাগী মহলে বলিউডের সবচেয়ে চর্চিত এবং উষ্ণতম অভিনেত্রীর নাম নিলে প্রথমেই এই জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনির নাম উঠে আসবে। এই অভিনেত্রী বলিউডে পা রাখার আগে একজন নীল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। যদিও তার স্বল্প ছোঁয়া পড়েছিল তার অভিনিত সিনেমা রাগিনী এমএমএস ২ থেকে। সেখানে এই অভিনেত্রী প্রায় নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন।

আরও পড়ুন ….দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘পঞ্চায়েত ২’! জেনে নিন সিনেমার সমস্ত খুঁটিনাটি
আরও পড়ুন ….একটি ছবির জন্য উপার্জন কোটি কোটি টাকা, মহেশ বাবুর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও

• পাভলি দাম

11c62
বলিউডের হট সেনসেশনের তালিকায় সংযোজিত আরও এক জনপ্রিয় অভিনেত্রী হলেন পাভলি দাম। বাঙালি অভিনেত্রী পাভলি বলিউডে পা রাখার পর একাধিক সিনেমাতে নগ্নতার দৃশ্যে অভিনয় করেছেন। বিশেষত ছত্রাক সিনেমাতে তার উষ্ণ অন্তরঙ্গ মুহূর্তের প্রমাণ বেশি করে পাওয়া যায়। এরপর বলিউডের অন্যতম উষ্ণ দৃশ্যে ভরা সিনেমা ‘হেট স্টোরি’ পরবর্তী সময়ে অভিনেত্রীকে এক অন্য মাত্রায় পৌছে দিয়েছে।

আরও পড়ুন ….বাবা নেই! অভিষেকের ছবিতে কেক খাইয়েই জন্মদিন কাটালো ডল, দৃশ্য দেখে আবেগে ভাসছে নেটপাড়া

• শার্লিন চোপড়া

11c63
বলিউডের অন্যতম জনপ্রিয় উষ্ণ অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম নাম হল শার্লিন চোপড়া। বড় পর্দা এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ও এই অভিনেত্রী জনপ্রিয় তার উষ্ণ দৃশ্য এবং ছোট পোষাককের দরুন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কামসূত্র -3D’তে এক অন্য অবতারে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যদিও পরবর্তী সময়ে এই সিনেমার দরুন তীব্র বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে।

• নন্দনা সেন

11c64
অভিনেত্রী নন্দনা সেন একজন অভিনেত্রীর পাশাপাশি বলিউডের জনপ্রিয় মডেলও। বলিউডের উষ্ণতম সিনেমা ‘রং রসিয়া’ থেকে অভিনয়ের জগতে প্রবেশ করছেন তিনি। যদিও সমালোচকদের কাছে এই সিনেমা এক উন্মুক্ত বলিউড সিনেমা হিসেবে বিবেচিত। কারণ এই সিনেমার বেশির ভাগ অংশ জুড়ে রয়েছে এই অভিনেত্রীর অসংখ্য নগ্ন দৃশ্য। যা দেখার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন দর্শক মহল।




Leave a Reply

Back to top button