খুলে যাবে ভাগ্য নাকি কপালে জুটবে হতাশা! জানতে হলে একনজরে দেখে নিন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ বৃহস্পতিবার, ১২ ই মে (২৮ শে বৈশাখ) ২০২২, সাধারণত বৃহস্পতিবার মানে হল লক্ষীবার। আর এই লক্ষীবারের শুভ মুহূর্তে কার হাতে আসবে সফলতার চাবিকাঠি, আর কার হাতে আসবে শুধুই ব্যর্থতা। কে হতে চলেছে বিপুল সম্পদের মালিক আর কার হাতে ধোঁয়াশা। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের অর্থাৎ বৃহস্পতিবারের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার কোনও এক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় নতুন উদ্যোগ আসার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। সাময়িক অসুস্থতা হওয়ায় সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে ক্রোধ বাড়তে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ ব্যবসার খাতে অর্থ ব্যয় এর পরিমাণ বাড়তে পারে। চিকিংসায় ক্ষেত্রে বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। নিজের বুদ্ধির জোরে গুরুতর বিপদ থেকে মুক্তি পাবেন। প্রবাসীদের ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

30c14

আরও পড়ুন ….নিকৃষ্ট মানের গল্প হলেও, বাংলার মেগা সিরিয়ালগুলির জনপ্রিয়তার কারন কি? জেনে নিন
আরও পড়ুন ….ফের মিঠাইতে হাজির এক সন্দেহজনক চরিত্র, তবে কি রিকিরূপী সিদ্ধার্থের পর্দা খুলতেই আগমন তার!

• মিথুন রাশি
আজ পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে হওয়া বিবাদের জেরে মানসিক চাপ বাড়বে। ভালো কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে অর্থ ব্যয় হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ কোনও বিশেষ কারণে কর্মক্ষেত্রে উৎকন্ঠা তৈরি হতে পারে। প্রেমের কারণে সংসারে গুরুজনদের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। লটারি থেকে কিছু অর্থ উপার্জনের যোগ রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে পারে, সাবধানতার সঙ্গে চলাফেরা করুন। কর্মক্ষেত্রে কাজের সমস্যা দেখা দিতে পারে । প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজের জন্য সম্মানিত হবেন। স্ত্রী এর কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

25c12

আরও পড়ুন ….টেলি তারকাদের ভাইরাল ছোটবেলার ছবি। দেখে নিন আপনার প্রিয় অভিনেতাকে

• কন্যা রাশি
আজ আপনার কোনও পূরাণো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থনৈতিক বিষয় নিয়ে চাপ সৃষ্টি হতে পারে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। সন্তানের কারণে সামাজিক ক্ষেত্রে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার ব্যবসায় কঠোর মনোযোগ দিন, নাহলে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যায়পড়তে হতে পারে। নিকট ব্যক্তির দ্বারা অসম্মানিত হবেন। উচ্চ শিক্ষায় ভালো সুযোগ আসতে পারে। যুক্তি পূর্ণ তর্ক দিয়ে শত্রুকে হারাতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ দূরে কোথাও ভ্রমনে যাওয়া নিয়ে পরিকল্পনা হতে পারে। ব্যবসায় নতুন কর্মচারীর নিয়োগ করতে হতে পারে। অনেক দিনের হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও এক বিষয় নিয়ে সংসারে সমস্যা দেখা দিতে পারে। কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ সঙ্গীতের পেশায় যুক্ত এমন ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। কোনও কাজের বিষয় নিয়ে গুরুজনদের সঙ্গে আলোচনা করলে লাভবান হবেন। সংসারে ভালো খবর আসতে পারে। ধৈর্যের সঙ্গে কাজ করুন, সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনি কোনও কাজের দরুন প্রতারিত হতে চলেছেন। কর্মক্ষেত্রে ভালো কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অশান্তি বাড়তে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। শত্রু পক্ষের দ্বারা কোনও গভীর চক্রান্তের শিকার হতে পারেন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ কোনও এক ভুল সিদ্ধান্তের দরুন গুরুজনদের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অধিক বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। অক্লান্ত পরিশ্রমের পর ব্যবসায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় হতে পারে। বিশেষ প্রভাবশালী ব্যক্তির দরুন লাভবান হতে পারেন। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• মীন রাশি
আজ সংসারের কোনও জটিল সমস্যা স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগে সমাধান হতে পারে। আর্থিক সংকট তৈরী হতে পারে। কর্মক্ষেত্রে ভালো ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন। ব্যবসায় সতর্কতার সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। নিকট বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ আসতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button