সোনায় সোহাগা কপিল শর্মার চা-ওয়ালা! এলাহী বাড়ি থেকে গাড়ি, রইল চন্দন প্রভাকরের সম্পত্তির পরিমাণ

মন্টি শীল, কলকাতা : বিনোদন, সাধারণত এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের হৃদয়। দীর্ঘ কাজের পর মানুষের প্রয়োজন এক টুকরো বিনোদনের। আর এই বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে বিভিন্ন রকমের সিনেমা ও ধারাবাহিক এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিভিন্ন রিয়ালিটি শো আর কমেডি শো। সম্প্রতি এই কমেডি শো টেলিভিশনের দুনিয়াতে এক অন্য মাত্রা এনে দিয়েছে। ব্যস্ত সময়ের ফাঁকে একটুকরো আনন্দ পেতে এখন একমাত্র সম্বল এই কমেডি শো।
টেলিভিশনের পর্দায় বিভিন্ন রকমের কমেডি শো সম্প্রচারিত হয়। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কমেডি শো হল ‘The Kapil Sharma Show’। কিছু দিন যাবত এই জনপ্রিয় কমেডি শো টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর অন্যতম মূল কারণ হলো এই শো এর সঞ্চালক কপিল শর্মা-র অসাধারণ হাস্যরস এবং কমিক টাইমিং। যার ফলে দর্শক মহলে এই শো যেমন জনপ্রিয় ঠিক তেমনি তার অপর দিকে টিআরপি রেটিংয়েও শীর্ষে রয়েছে। এই শো এর মূল বিশেষত্ব হল, বলিউড তারকাদের আসন্ন সিনেমার প্রচার এবং শো এর তারকাদের অসাধারণ কমেডি।
আরও পড়ুন ….এ যেন সম্পত্তির দৌড়! করণ থেকে সঞ্জয় পরিচালকদের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও the amount of assets of directors Sanjay to Karan
আরও পড়ুন ….এ যেন লক্ষ-কোটির খেলা! “পৃথ্বীরাজ” শুটে অক্ষয়-সঞ্জয়ের দাম চুকাতেই দেউলিয়া প্রযোজক
এই শো এরই একজন বিশিষ্ট জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক শিল্পীর নাম হল চন্দন প্রভাকর ওরফে ‘দ্যা কপিল শর্মা শো’-এর চান্দু চা-ওয়ালা। শো এল দর্শক মহলে এই চান্দু চা-ওয়ালার প্রচুর অনুরাগী রয়েছেন। কমেডিয়ান কপিল শর্মা-র এই শো থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন চন্দন। শিল্পী তার হাস্যরসের কৌশল দিয়ে জয় করেছেন লক্ষ লক্ষ দেশবাসীর হৃদয়। তবে সম্প্রতি কপিল শর্মা-র এই কৌতুক শিল্পী কিছু দিন যাবত সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে। জানা গিয়েছে এই শিল্পী শুধুমাত্র দর্শকদের মন নয়, তার সঙ্গে সঙ্গে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ।
আরও পড়ুন ….শুধুমাত্র টাকার বিনিময়ে নগ্নতা! দেখে নিন এমন ৫ অভিনেত্রীকে যারা ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন
যা দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সব মহলে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এই কৌতুক অভিনেতা বিরাট সম্পত্তির মালিক। সম্প্রতি তিনি একটি বিলাস বহুল বাড়ির পাশাপাশি কিনেছেন একটি বিলাসবহুল গাড়িও। জানা গিয়েছে, এই কৌতুক অভিনেতার প্রচন্ড পরিমাণে গাড়ির সখ রাখেন। তাই তিনি সম্প্রতি একটি Mahindra XUV 700 কিনেছেন। শুধু তাই নয় এই গাড়ি কেনার আগে থেকেই তার গ্যারেজে মজুদ রয়েছে নামি গাড়ি প্রস্তুত সংস্থা BMW-এর একটি দুর্দান্ত গাড়ি। জানা গিয়েছে এই শিল্পী বর্তমানে মুম্বাই শহরের একটি বিলাস বহুল বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকেন।