ছেলের বিয়েতে মা-এর দুর্দান্ত নাচ! ‘টাপা টিনি’ গানে অপরাজিতার নাচের ভিডিও দেখে মুগ্ধ দর্শকেরা

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক, অর্থাৎ বাংলা ও বাঙালির বিনোদনের এক এবং অনন্য মাধ্যম। দর্শকদের কর্মব্যস্ততার মধ্যে এই ধারাবাহিক হল বিনোদনের একমাত্র নিত্যসঙ্গী। আর এই বিনোদনের অংশটিকে আরও জোরদার করতে টেলিভিশনের একাধিক জনপ্রিয় চ্যানেল সম্প্রচারিত করছে বিভিন্ন রকম স্বাদের ধারাবাহিক। যার মধ্যে মজুদ রয়েছে একাধিক ড্রামা, কমেডি, রোমান্স এবং তার সঙ্গে সঙ্গে একাধিক নিত্য নতুন টুইস্ট। যার ফলে দিন দিন বাড়ছে এই ধারাবাহিক এর চাহিদা।

আর এই সমস্ত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি অন্যতম নাম হল ‘লক্ষীকাকিমা সুপারস্টার’। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় চ্যানেল জি বাংলার পর্দায় এই সংশ্লিষ্ট ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মূখ্য চরিত্রে অর্থাৎ লক্ষীকাকিমার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টলিউডের প্রতিভাবান জনপ্রিয় অভিনেত্রী অপরাজিত আড্য-কে। ধারাবাহিটির গল্পের ধারা এবং একাধিক টুইস্ট থাকার দরুন এই মুহূর্তে এটি জনপ্রিয়তার এক অন্য পর্যায়ে পৌছে গিয়েছে।

12c32

আরও পড়ুন ….নিকৃষ্ট মানের গল্প হলেও, বাংলার মেগা সিরিয়ালগুলির জনপ্রিয়তার কারন কি? জেনে নিন
আরও পড়ুন ….ফের মিঠাইতে হাজির এক সন্দেহজনক চরিত্র, তবে কি রিকিরূপী সিদ্ধার্থের পর্দা খুলতেই আগমন তার!

শোনা গিয়েছে, ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনীত অভিনেত্রী অপরাজিত আড্য একটা সময় টেলিভিশনের পর্দা থেকেই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর টলিউডের একের পর এক ধারাবাহিক এবং সিনেমাতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। অভিনেত্রী এতটাই কাজের প্রতি নিষ্ঠাবান যে তাকে কোনও দিন পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু বিগত কয়েক বছর বিশেষ কিছু কারণ বশত ক্যামেরার দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন। তবে তাতে জনপ্রিয়তায় একটুও ঘাটতি পড়েন। সম্প্রতি ফের একবার তার এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা শীর্ষে উঠেছে।

12c33

আরও পড়ুন ….টেলি তারকাদের ভাইরাল ছোটবেলার ছবি। দেখে নিন আপনার প্রিয় অভিনেতাকে

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গিয়েছে, লক্ষীকাকিমার ছেলে অর্থাৎ দুলাল এক বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে করেছেন। এরপর তার বিয়ে উপলক্ষে পরিবারের সকলের উপস্থিতিতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষীকাকিমা স্বয়ং। সেই বৌভাতের আসরে নতুন পুত্র বধূকে নিয়ে সিনেমার এক জনপ্রিয় গান ‘টাপা টিনি’তে নাচলেন লক্ষীকাকিমা। সোশ্যাল মিডিয়া তথা টেলিভিশনের পর্দায় এই ভিডিও দেখার পর রীতিমতো মুগ্ধ দর্শকরা। এমনকি প্রসংশা করেছেন নেটিজেনরাও। যদিও এই নাচ সামনে আসার পর নেট পাড়ায় রীতিমতো ট্রেন্ডিংয়ের জায়গায় স্থান করে নিয়েছে এই গান টিও।




Leave a Reply

Back to top button