শখ থাকলেও বলিউডে মেলেনি সাফল্য! অভিনয় ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন এই ৫ বলি তারকারা

মন্টি শীল, কলকাতা : বলিউড অর্থাৎ বিনোদনের এক এবং অনন্য মাধ্যম। প্রতিনিয়ত একের পর এক হিট সিনেমা ও ধারাবাহিক দিয়ে দর্শক মহলের মন জয় করে চলেছে বলিউড। আর এই কাজকে আরও সহজ করে তুলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা। যার ফলে মানুষের সেই সিনেমার সঙ্গে সঙ্গে অভিনেতার ব্যাক্তিগত জীবন সম্পর্কেও জানার আগ্রহ বেড়ে যায়।
শোনা যায়, এই বলিউডে অভিনেতা বা অভিনেত্রী হওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার যুবক যুবতি দিন রাত পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরীক্ষা করে চলেছেন। কিন্তু এমনও কিছু অভিনেতা রয়েছেন যারা তাদের অভিনয়ের কেরিয়ার তৈরি করার সুবর্ণ সুযোগ পেলেও তা স্বইচ্ছায় প্রত্যাখ্যান করে অন্য পেশাকে আপন করে নিয়েছেন। এক নজরে দেখে নিন সেই বি-টাউন অভিনেতাদের।
• দীপক তিজোরি
নব্বইয়ের দশকের একাধিক জনপ্রিয় বলিউড সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা দীপক তিজোরিকে। সিনেমাতে কখনও কখনও এই অভিনেতাকে দেখা গিয়েছে মূখ্য চরিত্রে আবার কখনও দেখা গিয়েছে বলিউড অভিনেতা আমির খান, অক্ষয় কুমার, অথবা শাহরুখ খানের সঙ্গে পার্শ্ব চরিত্রে। এই অভিনেতা একাধিক জনপ্রিয় সিনেমার দরুন সফলতা পেলেও পরবর্তী সময়ে বলিউড ত্যাগ করেন। তবে সম্প্রতি চলচ্চিত্র পরিচালনায় ডোমেইন পরিবর্তন করেছেন।
আরও পড়ুন ….সোনায় সোহাগা কপিল শর্মার চা-ওয়ালা! এলাহী বাড়ি থেকে গাড়ি, রইল চন্দন প্রভাকরের সম্পত্তির পরিমাণ
আরও পড়ুন ….এ যেন সম্পত্তির দৌড়! করণ থেকে সঞ্জয় পরিচালকদের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও the amount of assets of directors Sanjay to Karan
• চন্দ্রচূড় সিং
বলিউডের এই জনপ্রিয় অভিনেতা চন্দ্রচূড় সিং-কে বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান এর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয় জগতে সফলতা পেলেও পরবর্তী সময়ে তিনি অন্য পেশাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সম্প্রতি বিনোদনের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারের ওয়েব সিরিজ আর্যাতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। এরপরেই ফের একবার তার বি-টাউনে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন ….এ যেন লক্ষ-কোটির খেলা! “পৃথ্বীরাজ” শুটে অক্ষয়-সঞ্জয়ের দাম চুকাতেই দেউলিয়া প্রযোজক
• রাহুল খান্না
অভিনেতা রাহুল খান্না বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছেলে। বলিউডের একজন জনপ্রিয় তারকার সন্তান রাহুল খান্না প্রথম অভিনয় জগতে প্রবেশ করছিলেন পরিচালক দীপক মেহতা পরিচালিত সিনেমা ‘আর্থ’ থেকে। যার জন্য পরবর্তী সময়ে তিনি অনেক সম্মানিয় পুরস্কারে ভূষিত হন। কিন্তু পরবর্তী সময়ে আরও একাধিক সিনেমার ডাক পেলেও বেশীদিন তিনি তার অভিনয় সফর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে তিনি একজন মডেল চরিত্র হিসেবে কাজ করছেন।
• রজত বেদী
অভিনেতা রজত বেদীকে সাধারণত সিনেমার খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেতাকে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা কোই মিল গয়া, ইন্টারন্যাশনাল খিলাড়ি, জানি দুশমনের মতো একাধিক সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু তার অভিনয়ের থেকে ব্যবসায়ের প্রতি মনোযোগ বেশী ছিল। তা তিনি পরবর্তী সময়ে বলিউড ছেড়ে ব্যবসায়ে মনোনিবেশ করেন।