নুসরতের সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন মেয়ে! জানুন হিরো আলমের নতুন প্রেমিকার পরিচয়

অহেলিকা দও, কলকাতা : বাংলাদেশের তারকা হিরো আলমের ( Hero Alam ) কথা নতুন করে বলার কিছু নেই। যার আসল নাম আশরাফুল আলম। তিনি এই মুহুর্তে নেটপাড়ার সেলিব্রেটি। ফেসবুক থেকে ইউটিউবে তার দাপট চূড়ান্ত। অভিনয় থেকে শুরু করে তার নাচ গান যে ভিডিওই শেয়ার হোক না কেন নেটপাড়ায় বহুবার ট্রোলের শিকার তিনি। তবু হাল ছাড়তে বাধ্য নন আলম ( Hero Alam )। দিন কয়েক আগেই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসে বাদাম কাকু এবং রানু মন্ডলের সঙ্গে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি।

আলম ( Hero Alam ) ব্যক্তিগত সম্পর্কের জেরেও শিরোনামে এসেছেন বহুবার। হিরো আলমের দুটি বিয়ে। তার দ্বিতীয় স্ত্রী এর নাম নুসরত জাহান। ২০১৯ সালে বিয়ে করেন তিনি। জানা গেছে, বাংলাদেশের বগুড়ায় হিরো আলমের প্রথম পক্ষের স্ত্রী ও তার সন্তান থাকেন। এই প্রসঙ্গে তারকার দ্বিতীয় পক্ষের স্ত্রী জানান, তিনি জানতেনই না তার প্রথম পক্ষের স্ত্রীয়ের সাথে আলমের ডিভোর্সই হয়নি।

hero alam

এবার বর্তমান স্ত্রীয়ের সাথে তার সম্পর্কের টানাপোড়েনের জল অনেক দূর গড়িয়েছে। এই নিয়েও জল্পনার শেষ নেই। কিন্তু শেষ পর্যন্ত আর বৈবাহিক সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের আলম। তার বর্তমান স্ত্রী নুসরত জাহানের অভিযোগ, প্রাক্তন স্ত্রীয়ের সাথে এখনও পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন হিরো আলম ( Hero Alam )। এছাড়াও হিরো আলমের নাকি বহু নারীদের সাথেই সহবাসের সম্পর্ক ছিল।

hero alam

এই বিতর্ক শেষ হতে না হতেই শোনা যায় আরও একটা সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন আলম ( Hero Alam )। নতুন প্রেমিকার নাম রিয়া মণি৷ আপাতত তার সাথে জুটি বেঁধেই সারা দেশে একাধিক স্টেজ শো করে চলেছেন আলম। তাদের প্রেম সম্পর্ক আলম মুখে ‘হ্যাঁ’ ‘না’ কিছুই বলেননি, কিন্তু তার মুখের কোণের লাজুক হাসিই বুঝিয়ে দিয়েছে ‘কুছ তো গরবর হ্যা’। এই মুহুর্তে রিয়া মণি এবং আলম একই সাথে থাকছেন। খুব শিগগিরই তাদের একসাথে দেখা যাবে সিনেমাতেও।

আরও পড়ুন…হেরে গেল ‘ধূলোকণা’! ‘মিঠাই’ নাকি ‘গাঁটছড়া’ টেক্কা দিল কে? রইল TRP তালিকা

আরও পড়ুন…অভিনয় ছাড়লেন ‘জয়ী’ খ্যাত এই অভিনেত্রী, কারণ জানলে অবাক হবেন আপনিও




Leave a Reply

Back to top button