বলিউডকে খোঁচা দক্ষিণী মহারাজ মহেশ বাবুর, মন্তব্য শুনে সমর্থনের সুরে খুশি কঙ্গনা

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে এক রাশ আনন্দ এবং উত্তেজনা। মানুষের হাজারো কর্মব্যস্ততার মধ্যে এক মুঠো বিনোদনের জন্য আশ্রয় নেন এই বলিউডের কাছে। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন সিনেমার ঝুলি নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে বলিউড। এতে সন্দেহের কোনও অবকাশ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস রয়েছে যা এই বিনোদনের জুলি থেকে বের হয়ে আসে। আর তার নাম হল বিতর্ক। প্রায় প্রতিনিয়তই বিভিন্ন জনপ্রিয় তারকারা বিভিন্ন ঘটনার জন্য বিতর্কের সম্মুখীন হন।

সম্প্রতি এমনি এক বিতর্কিত ঘটনার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার অভিনেতা মহেশ বাবু। তিনি এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এক বিতর্কিত মন্তব্য করছিলেন। যার জন্য পরবর্তী সময়ে তাকে বিভিন্ন রকমের কটূক্তি শুনতে হয়। কিন্তু এমন কি বলেছিলেন এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। জানা গিয়েছে, সেদিনের ওই অনুষ্ঠানে অভিনেতা দাবি করেছিলেন, ‘তার কাছে বহু বলিউড সিনেমাতে অভিনয় করার সুযোগ এসেছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি এই ইন্ডাস্ট্রিতে এসে তার মূল্যবান সময় নষ্ট করতে চাননা।’

13c22

আরও পড়ুন ….হিন্দি সিরিয়ালের পর এবার সোজা সিনেমায় ডেবিউ করছেন ক্রুশল! বিপরীতে এই জনপ্রিয় টলি নায়িকা
আরও পড়ুন ….নুসরতের সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন মেয়ে! জানুন হিরো আলমের নতুন প্রেমিকার পরিচয়

যদিও অভিনেতা এই বক্তব্য সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। বিনোদনের এই অন্যতম পীঠস্থান থেকে বিভিন্ন রকমের মন্তব্য এবং কটূক্তি ভেসে আসতে থাকে অভিনেতার উদ্দেশ্যে। কিন্তু বলিউডের একজন তারকা যিনি এই দক্ষিণী অভিনেতার মন্তব্যের পর তাকে সমর্থন জানিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কার্যত সমর্থনের সুরেই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।

13c23

আরও পড়ুন ….‘বাপ বাপ হোতা হ্যায়’! মহেশ বাবুকে কটাক্ষ ‘মাচো ম্যান’ সুনীল শেট্টির

অভিনেত্রীর বক্তব্য, ‘দক্ষিণী অভিনেতা মহেশ বাবু যা মন্তব্য পেশ করেছেন তা কিছু ক্ষেত্রে কার্যকরী। কারণ এই মুহূর্তে দক্ষিণী সিনেমা এক অন্যতম পর্যায়ে পৌছে গিয়েছে। দেশের অভ্যন্তরে বিনোদনের অন্যতম পীঠস্থান হিসেবে বিবেচিত হচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রির। আর এর অন্যতম কাণ্ডারি হল অভিনেতা মহেশ বাবু। তিনি বহু বলিউড সিনেমাতে অভিনয় করার সুযোগ পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। এর কারণ দক্ষিণী সিনেমা করার পর তিনি যে পরিমাণ সফলতা অর্জন করেছেন তার পর সত্যি সত্যিই বলিউড তাকে সামর্থ্য দিতে কার্যত অক্ষম।’ যদিও অভিনেত্রীর এই বক্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রায় সর্বত্র।




Leave a Reply

Back to top button