স্বামীকে ছেড়েই ফুর্তিতে টেলি-সুন্দরী শ্যামা! শর্ট ড্রেসে তুমুল নাচে বিক্ষোভ নেটপাড়ায়

রাখী পোদ্দার, কলকাতা : কৃষ্ণকলি, ( Krishnakoli) নামটা কম বেশি আমাদের সকলেরই জানা। রোজ সন্ধ্যে ৭টা বাজলেই টিভির ছোটো পর্দায় শুরু হতো এই ধারাবাহিক। এক সময় বাংলা ধারাবাহিক গুলির মধ্যে বেশ জনপ্রিয় ছিল এটি। সদ্য ইতি টানা হয়েছে এই ধারাবাহিকের। এই ধারাবাহিকের প্রধান মহিলা চরিত্রে অভিনয় করা তিয়াশা রায় ( Tiyasha Roy) নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে হয়ে ওঠেন বাঙালির ঘরের মেয়ে। জি বাংলার কৃষ্ণকলির শ্যামা চরিত্রের হাত ধরে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ধারাবাহিক শেষ হলেও কাজের ক্ষেত্রে একটুও ব্যস্ততা কমেনি তিয়াশার। ধারাবাহিক শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই জি বাংলার ( Zee Bangla) অপর একটি জনপ্রিয় শো ‘রান্নাঘর’ ( Rannaghar)এ সঞ্চালিকার দায়িত্বে ছিলেন তিনি।

 

শোনা যাচ্ছে খুব শীঘ্রই স্টার জলসার ( Star Jalsa) নতুন ধারাবাহিকের হাত ধরে ফের অভিনয় জগতে ফিরবেন অভিনেত্রী। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল খুলবেন বলেও শোনা গিয়েছিল। এককথায় এখন ব্যাপক ব্যস্ত তিয়াশা ( Tiyasha Roy)। আর এই ব্যস্ততার মাঝেই নিজের জন্য সময় বের করে মি টাইম কাটাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন : আদর করে গাল চটকানোর মানুষটাই হারিয়ে গেল! ঐন্দ্রিলাকে হারিয়ে ব্যতিক্রান্ত অঙ্কুশ

 

View this post on Instagram

 

A post shared by Tiyasha lepcha (@tiyasharoyofficial)

সময় পেলেই নানান ছবি আর রিল ভিডিওর মাধ্যমে অনুরাগীদের মাতিয়ে রাখেন তিয়াশা। সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেন তিয়াশা ( Tiyasha Roy)। যেই ভিডিও শেয়ার হওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে ‘মোহিনী’ গানে শর্ট ড্রেস পরে মনের আনন্দে নাচছেন তিয়াশা। তাঁর এই চনমনে নাচ দেখে খুশি নেটিজেনরাও।

আরও পড়ুন : মাতৃ সম্ভবা অভিনেত্রী ক্যাটরিনা! সোশ্যাল মিডিয়াতে বিতর্কের খোলাসা করলেন অভিনেত্রী নিজেই

picsart 22 05 13 19 57 40 828
Tiyasha Roy-Suban Roy

ইতিমধ্যেই স্বামী সুবানের ( Suban Roy) সঙ্গে সমস্ত জল্পনার ইতি ঘটিয়ে বিচ্ছেদের খবর নিজ মুখেই জানিয়েছেন তিয়াশা। অভিনয় জগতে পা রাখার আগে থেকেই সুবানের ঘরনী তিয়াশা। তিয়াশা ( Tiyasha Roy) বলেন, তাঁদের মধ্যে মতের অমিল থেকেই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এর ফলে দুজনের মধ্যেই মনোমালিন্য তৈরি হতে থাকে। ফল স্বরূপ দুজনেরই শান্তি বিঘ্নিত হচ্ছিল। তাই তাঁরা সিদ্ধান্ত নেয় আইনী বিচ্ছেদের। ইতিমধ্যেই মিউচুয়াল ডিভোর্স সম্পন্ন করেন তাঁরা। স্বামীর সাথে বিচ্ছেদের পরই শ্যামার এইরূপ পরিবর্তন নজর কেড়েছে নেটিজেনদেরও। এখন শুধু অপেক্ষার পালা তিয়াশাকে ফের ছোটো পর্দায় দেখার।




Leave a Reply

Back to top button