বি-টাউনে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী রবিনা টন্ডনের মেয়ে! চিন্তায় মাথায় হাত আলিয়া টু কিয়ারার

মন্টি শীল, কলকাতা : বিনোদনের জগতে সিনেমা প্রেমি মানুষ এবং অনুরাগী মহল প্রত্যেকের একটা না একটা প্রিয় সিনেমা রয়েছে। অনুরাগীদের মনে গেঁথে রয়েছে সিনেমার একটি প্রিয় চরিত্র। বলিউডের এমনিই এক প্রিয় চরিত্র তথা অভিনেত্রী হলেন রবিনা টন্ডন। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নব্বইয়ের দশকের একাধিক সিনেমাকে হিট করেছেন তার অভিনয় এবং অসাধারণ নাচের এক্সপ্রেশন দিয়ে। এর মধ্যে একটি অন্যতম হল ‘মহোরা’ সিনেমার জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি।’ অভিনেত্রীর এই গান এখনও ভুলে উঠতে পারেনি গোটা দেশবাসী।
বলিউডের এই অভিনেত্রী তার কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক হিট সিনেমা। যার মধ্যে থাকত অসাধারণ অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচের দারুন সব এক্সপ্রেশন। আর এর দরুণ রীতিমতো ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাতে হত বিনোদনের পাতা-কে। কিন্তু শুধু মাত্র গত দিনের কথা নয়। রবিনা টন্ডনের জন্য আজও মুগ্ধ দর্শক মহলের আট থেকে আশি। সম্প্রতি বক্সঅফিসে মুক্তি পেয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা KGF Chapter 2। এই সিনেমাতে অভিনেত্রীকে একজন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন ….টেলিভিশনের পর্দায় ‘বরফি’ সিনেমার রিমেক! ধারাবাহিকের নতুন টুইস্টে উচ্ছসিত দর্শক মহল
আরও পড়ুন ….বামেরা কি ফিরবে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনীকে তুলে ধরেই বামেদের প্রাণদানের প্রয়াস অরুণ রায়ের
দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে তার অভিনয়। কিন্তু সম্প্রতি বলিউডে প্রবেশ করা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রী রবিনা টন্ডন -এর ছোট মেয়ে রাশা থাদানি এর সম্পর্কে। তার রূপ ও সৌন্দর্যে রীতিমতো মাত খেতে পারে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের। এমনকি দৃঢ় প্রতিযোগিতার মুখে ফেলতে পারেন খোদ তার মা অভিনেত্রী রবিনা টন্ডনকে। জানা গিয়েছে রবিনা কন্যা র বয়স এই মুহূর্তে ১৭ বছর। জানা গিয়েছে এই তারকা সন্তান মুম্বাইয়র ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন।
আরও পড়ুন ….কবি-সাহিত্যিকরা নাকি শিরদাঁড়া বিলিয়েছে! মমতার নিরলস সাহিত্যচর্চা নিয়ে বিস্ফোরক জয়জিৎ
শোনা গিয়েছে, রবিনা কন্যা রাশার পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ স্বক্রিয়। তার পোস্ট করা ছবি ইতিমধ্যেই ঘুম উড়িয়েছে তার পুরুষ অনুরাগীদের মনে। এমনকি ঘুম উড়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের। তবে জানা গিয়েছে এই তারকা সন্তান একজন বিশিষ্ট অভিনেত্রীর পরিবার থেকে এলেও অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ নেই তার। তবে তার আগ্রহ অবশ্যই রয়েছে গানের প্রতি। শোনা গিয়েছে, রাশা গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পছন্দ করেন। তবে নেট পাড়ায় অনেকেরই মতে, যদি রবিনা কন্যা রাশা থাদানি অভিনয় জগতে প্রবেশ করেন তবে বি-টাউনের একাধিক অভিনেত্রী কাজ হারাতে বাধ্য।