তবে নেশাই কি কাল? দুবাইয়ে থাকলেও স্ত্রী-সন্তানকে এক মুহূর্তও কাছে পান না খলনায়ক

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডের একজন প্রবীণ অভিনেতা, সঞ্জয় দত্ত ( Sanjay Dutt )। তাঁর অভিনয়, মহান ব্যক্তিত্ব এবং আরও অনেক কিছু দিয়ে কয়েক দশক ধরে মন জয় করে চলেছেন ভক্তদের। তবে প্রথম থেকেই তাঁর জীবন ( life ) খুব একটা সহজ ছিল না। তাঁর ট্র্যাজিক প্রথম বিয়ে থেকে শুরু করে তাঁর বিতর্কে ভরা জীবনের গল্প, নিয়ে সঞ্জয় দত্ত সবসময়ই কোনো না কোনো কারণে শিরোনামে রয়েছেন। একসময় অগুন্তি সম্পর্কে জড়িয়ে পরেন বলিউডের ( Bollywood ) ‘সঞ্জু বাবা’।
তাঁর জীবনের অনেক অজানা তথ্য তিনি তাঁর জীবনের উপর তৈরি হওয়া বায়পিকের সময় জানিয়েছিলেন। একাধিক সম্পর্কে জড়িয়ে পরা এবং দুটো বিয়ের পর অপ্রত্যাশিত ভাবে, ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি মানায়তা দত্তের সাথে তৃতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন সঞ্জয় দত্ত ( Sanjay Dutt )। দুই ছেলে মেয়ে শাহরান আর ইকরা এবং স্ত্রী মানায়তাকে নিয়ে ঘোরতর সংসারী অভিনেতা সঞ্জয় দত্ত।
ছেলে মেয়েকে চোখে হারান অভিনেতা। কিন্তু সবসময় তাঁর পক্ষে সম্ভব হয় না তাদের সাথে সময় কাটানোর ( Sanjay Dutt )। সম্প্রতি মুক্তি পাওয়া সঞ্জয় দত্তের ছবি, কেজিএফ চ্যাপ্টার ২ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সাথে সাথে দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এরপরও, স্ত্রী মানয়তা এবং তাঁদের সন্তান শাহরান এবং ইকরা সঞ্জয়কে ছাড়া দুবাইতে গিয়ে বসবাস করছেন। কিন্তু কেন এই ঘটনা সম্প্রতি একটি মিডিয়া ইন্টারঅ্যাকশনে, একই বিষয়ে কথা মুখ খুললেন সঞ্জয় দত্ত।
গত দু বছর আগে লকডাউন শুরুর আগেই ভারত ছেড়ে দুবাইতে চলে গাছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী। সঙ্গে নিয়ে গিয়েছেন ছেলে মেয়েদেরও। কিন্তু হঠাৎ ভারত ছেড়ে দুবাইতে থাকার কারণ কী মান্যতার? এই প্রশ্নের উত্তরে সঞ্জু বাবা জানান, মান্যতা তাঁর নিজের ব্যবসা খুলেছে দুবাইতে। তাই সেটা সামলাতে সে দুবাইতে চলে গেছে। এবং সাথে করে নিয়ে গেছে ছেলে মেয়ে দুটো কেউ। তবে এই বিষয়ে তাঁদের আটকাননি সঞ্জয়। বরং তিনি ( Sanjay Dutt ) এটা ভেবেই খুশি যে ছেলেমেয়েরা ওখানে আরও ভাল শিক্ষার সুযোগ পাচ্ছে।
তাহলে সঞ্জয় কেন গেলেন না পরিবারের সাথে? তিনি জানান, কাজের জায়গা তাঁর মুম্বই। কাজ ফেলে দুবাইতে গিয়ে তো পড়ে থাকতে পারেন না তিনি ( Sanjay Dutt )। তবে ছেলেমেয়ে দুটোর জন্য প্রায়ই মন কাঁদে বাবার। তাই কাজের ফাঁকে সময় পেলেই দুবাই গিয়ে স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে আসেন তিনি। অভিনেতা জানান, ভারতেও তাঁদের থাকতে কোনো অসুবিধা হচ্ছিল না। তবে দুবাইতে থাকতে বেশি ভালবাসেন মান্যতা ও দুই সন্তান। ছেলেমেয়েদের স্কুল রয়েছে, স্ত্রীর ব্যবসার কাজকর্মও চলে দুবাইতে।
আরও পড়ুন – স্টার জলসার স্টার ভাঙ্গিয়ে নিল জি বাংলা! এযেন ক্ষমতার লড়াই
সঞ্জয় বলেন, “আমরা সবাই ভারতে বড় হয়েছি। এখানে থাকতেও কোনো অসুবিধা হচ্ছিল না। ওদের দুবাইতে পাঠানোটা পরিকল্পিত ছিল না। মান্যতার ব্যবসাটা ভাল চলছিল। তাই ও চলে গেল আর ছেলেমেয়েরাও ওর সঙ্গেই গেল।” তবে মাঝে মাঝে ছেলেমেয়েকে দেখতে না পাওয়ায় কষ্ট তো লাগেই, কিন্তু সন্তানদের ওখানে ভাল থাকতে দেখেই খুশি তিনি ( Sanjay Dutt )। ওদের আনন্দটাই সবথেকে গুরুত্বপূর্ণ সঞ্জয়ের কাছে। ওখানে মেয়ে পিয়ানো বাজাতে শিখছে আর ছেলে পেশাগত ফুটবল টিমের হয়ে খেলছে।
আরও পড়ুন – একমুখ দাড়ি-গোঁফ নিয়েই শাড়িতে সাজেন ‘বং মুন্ডা, রইল ভাইরাল ছবি