স্বপ্ন হলো সত্যি! সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরির স্বপ্ন পূরণ হল সম্রাটের

প্রত্যুষা সরকার, কলকাতা: প্রায় প্রত্যেকের মনে কোনো না কোনো স্বপ্ন তো থাকেই। তাঁর মধ্যে স্বপ্নের বাড়ি ( dream house ) তৈরি করার ইচ্ছে থাকে অনেকেরই। স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করেন সকলে। তবে এই স্বপ্ন পূরণ করতে পারেন কত জন। ইচ্ছা থাকলেও উপায় থাকে না স্বপ্ন পূরণের। তবে যারা পারেন উপার্জনের প্রায় অধিকাংশটাই খরচ করে ফেলতে দ্বিধা করেন না তাঁরা। এবার এই একই পথে হাঁটলেন সম্রাট মুখোপাধ্যায় ( Samrat Mukherjee )।
বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সম্প্রতি স্টার জলসার একটি রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সম্রাট। সেখানেই এই স্বপ্নের কথা বলেন তিনি। তিনি জানান, স্বপ্ন ছিল সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরি করবেন তিনি। তিলোত্তমার বুকে গড়ে তুলবেন সঞ্জয় দত্তের মতো একটি বাড়ি তৈরি করবেন সম্রাট ( Samrat Mukherjee )। যেখানে থাকবে জিম, থাকবে শৌখিনতার ছাপ, থাকবে সকল স্বাচ্ছন্দ্য। কিন্তু সঞ্জয় দত্তের মতো বাড়ি কেন? এই প্রশ্নে তিনি জানান, ছোট থেকেই সঞ্জয় দত্তের ভক্ত ছিলেন সম্রাট। অবশেষে পূরণ হল অভিনেতার সেই দীর্ঘদিনের স্বপ্ন। তৈরি হল শখের বাড়ি।
ওই শো-তেই তিনি জনান তাঁর জীবনের আরও অনেক ঘটনা। তিনি বলেন, অনেক দুঃখের পর একটু সুখ এসেছে তাঁদের জীবন। স্ত্রী ময়নাকে পরিবারের অমতে বিয়ে করে সম্রাট ( Samrat Mukherjee )। আর এরপরই নানা রকম সমস্যায় সম্মুখীন হতে হয় তাঁকে। অবশেষে বাঁধা বিপত্তি কাটিয়ে পূর্ণতা পেল তাঁদের ভালোবাসার। পর পর তিনবার গর্ভপাত হওয়ার পর, বর্তমানে দুই জমজ সন্তান রয়েছে তাঁদের।
আবারও পূরণ হল তাঁর জীবনের আরও এক স্বপ্ন। ছোটবেলার স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছেন তিনি। এবার দীর্ঘ প্রচেষ্টার পর তৈরি হল সেই বাড়ি। তিলত্তমার উপর গড়ে উঠল সম্রাটের ( Samrat Mukherjee ) স্বপ্নের বাড়ি। তবে বাড়ি নিয়ে মজা করেই ময়না বলেন,’এত বড় বাড়ি পরিষ্কার করাও বেশ ঝক্কির’। বাড়িতে জিম, ছাদবাগান, আরাম, বিলাসিতা সবই আছে।
আরও পড়ুন – তবে নেশাই কি কাল? দুবাইয়ে থাকলেও স্ত্রী-সন্তানকে এক মুহূর্তও কাছে পান না খলনায়ক
বাড়ি তৈরি করতে সঞ্চয়ের সব অর্থ খরচ করতে একবারও ভাবেননি সম্রাট ( Samrat Mukherjee )। স্বপ্ন পূরণ করতে অর্থের কথা না ভেবেই এত বড় বাড়ি বানিয়ে দিয়েছেন অভিনেতা। সামনেই কাঠের বিশাল সিংহদুয়ার আর তা খুললে প্রাসাদের মতো ঘর। সেখানে সাজানো রয়েছে শৌখিন জিনিস। আসবাব রয়েছে আধুনিক।
আরও পড়ুন – ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে মির্জাপুর ৩! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গুড্ডু ভাইয়া ওরফে আলি ফজলের পোস্ট