চার সন্তানের বাবা হয়েও এখনো ‘বাবা’ ডাক শোনেননি মিঠুন চক্রবর্তী, কিন্তু কেন এই ব্যার্থতা?

অহেলিকা দও, কলকাতা : টলিউড তথা বলিউড ( bollywood ) খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty )। অনেক কষ্টের জেরে তিনি আজ সাফল্য অর্জন করতে পেরেছেন। নাচ এবং অভিনয়ের মাধ্যমে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টলিউডকে। শুধু টলিউডেই নয় তিনি একাধারে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকেও। তবে মিঠুন চক্রবর্তীর ( Mithun Chakraborty ) জীবনে একটাই ব্যার্থতার আফসোস রয়েছে।

কেরিয়ারে তিনি ( Mithun Chakraborty ) সাফলতার শিখরে থাকলেও ব্যাক্তিগত জীবনে একটাই কষ্ট তাকে বারংবার মনে করায়। একটি রিয়ালিটি শো এর মঞ্চে বিচারকের আসনে বসে তিনি তার জীবনের আফসোসের কথা তুলে ধরেন। তিনি বলেন, কর্মজীবনে সফলতা এলেও ব্যাক্তিগত জীবনে তিনি আজ পর্যন্ত সন্তানদের মুখ থেকে বাবা ডাকটা কখনো শুনতে পারেননি।

mithun chakraborty

যোগিতা বালি এবং মিঠুন চক্রবর্তীর ( Mithun Chakraborty ) ৪ সন্তান। সন্তানরা কেউই তাকে আজ পর্যন্ত বাবা বলে ডাকেননি। বাবা না ডাকার পিছনে রয়েছে এক গুরুতর কারণ। রিয়ালিটি শো এর মঞ্চে মিঠুন চক্রবর্তী নিজের মুখেই সে কথা বলেছেন। কেন তিনি ৪ সন্তানের মুখে কখনো বাবা ডাক শোনেননি। উওর শুনে হতবাক নেটিজেনরা।

mithun chakraborty

মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) জানিয়েছেন, তার বড় ছেলে মিমো ছোটবেলায় ৪ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতো না। একদিন হঠাৎ সে মিঠুনের নাম উচ্চারণ করেন। চিকিৎসকরা পরামর্শ দেন যে তাকে বারবার ‘মিঠুন’ই বলাতে হবে। চিকিৎসকরা পরামর্শ মেনে এবং ছেলের ভালোর কথা ভেবে বাবাকে মিঠুন নামে ডাকতেই অভ্যস্ত করানো হয় মিমোকে। এরপর থেকেই সে বাবাকে মিঠুন নামেই ডাকতে শেখে। এখনও মিমো তাকে নাম ধরেই ডাকেন, জানিয়েছেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন…জন্মদিনের পরদিনই মৃত্যু! ২২ বছরের এই অভিনেত্রীর মৃত্যুতে স্তম্ভিত গোটা টলিউড

শুধু মিমো নয়, এছাড়াও তার দুই ছোট ভাই, এবং এক বোনও বাবাকে মিঠুন নামেই ডাকতে শেখে। সেই থেকেই তার ৪ সন্তান তাকে মিঠুন বলেই ডাকতে শেখে। সন্তানদের সাথে মিঠুন চক্রবর্তীর সম্পর্কটা একেবারে বন্ধুর মতো। মিঠুন চক্রবর্তীর কথায় তা স্পষ্ট।

আরও পড়ুন…বিপ্লব দূরে রেখে বিতর্কেই ভেসেছেন বিপ্লব দেব, এক নজরে তাঁর বিতর্কিত পাঁচ উক্তি




Leave a Reply

Back to top button