‘দ্য শো মাস্ট গো অন’!পায়ে ব্লাড ক্লট নিয়েও হাসিমুখে ‘মিঠাই’-এর শ্যুটিং সৌমিতৃষার

জয়িতা চৌধুরি,  কলকাতাঃ  ‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’,  ( Mithai ) জি বাংলার ( Zee Bangla ) এই সিরিয়াল বাংলার সিরিয়াল্ প্রেমীদের পছন্দের তালিকার একেবারে শীর্ষ স্থান অধিকার করে আছে। গত তিন বছর ধরেই টিআরপি লিস্টের ( TRP list ) প্রথম বা দ্বিতীয়- তৃতীয় স্থান একেবারেই বাধা ধরা এই ধারাবাহিকের ( Tv serial ) জন্য।  প্রতিদিন টিভির পর্দায়ে দেখতে দেখতে এই ধারাবাহিকের চরিত্রগুলি হয়ে উঠেছে দর্শকদের বাড়ির লোকের মতো।

কিছু দর্শকদের আবার  পছন্দের এই সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় । ঘড়ির কাঁটা রাত ৮ টার ঘরে যেতেই তারা সমস্ত কাজ সেরে বসে পড়েন টিভির সামনে। দুষ্টু মিষ্টি ধারাবাহিকের নায়িকা মিঠাইকে দেখলেই মন ভালো হয়ে যায় তাদের।  ধারাবাহিকের ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের আকাশছোঁয়া সাফল্যের কারণেই এই সিরিয়ালের বিভিন্ন চরিত্ররাও দর্শকদের বিপুল জনপ্রিয়। বিশেষ করে নায়িকা মিঠাই ও তার বিপরীতে অভিনয় করা সিদ্ধাথ ওরফে আদৃত রায়।

mithai tv serial

সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) সোশ্যাল মিডিয়া ফলো করলেই বোঝার বাকি থাকে না যে ধারাবাহিকের মিঠাইয়ের ( Mithai ) মতো বাস্তব জীবনেও দারুন প্রাণবন্ত আর হাসিখুশি তিনি। এছারা নিজের সোশ্যাল মিডিয়া  ( Social media)  হ্যান্ডলে বেশ অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই নিত্যনতুন BTS ভিডিও পোস্ট ( Instagram ) করে থাকেন তিনি। ধারাবাহিকের দর্শক ও নিজের ভক্তদের সাথে ভাগ করে নেন তার জীবনের নানা সুখ – দুঃখের গল্প।

আরও পড়ুনঃ কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে পুরুষের বেশ ধারণ এক মহিলার! ঘটনায় চাঞ্চল্য নেটপাড়ায়

সম্প্রতি রবীন্দ্রজয়ন্তী ( Rabindra Jayanti special episode ) উপলক্ষে মিঠাই সিরিয়ালে (Mithai) একটি দৃশ্য দেখানো হয়েছিল। যেই দৃশ্যে দেখা যাচ্ছে পরিবারের সকলে মিলে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন। সেই অনুষ্ঠানেই মিঠাইয়ের নাচ দেখে মুগ্ধ হয়েছেন ধারাবাহিকের সকলের সাথে দর্শকমহলও। কিন্তু কেউ জানেন না যে পায়ে প্রচন্ড ব্যাথা নিয়েই  নাচের শুটিং করেছিলেন সৌমিতৃষা। সুত্রের মাধ্যমে জানা গেছে সম্প্রতি স্কুটি চালানো শিখতে গিয়ে দু’পায়েই ভীষণ চোট পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ সোমবারে কোন কোন রাশি পাবে মহাদেবের আশির্বাদ, আর কারই বা কপালে দূর্গতি! জেনে নিন আজকের রাশিফল

সেটের এক কর্মী মারফৎ জানা গেছে, অভিনেত্রীর দুই পায়েই রক্ত জমাট বেঁধেছে। এছাড়াও  তিনি চোট পেয়েছেন বুকে। কিন্তু, অভিনেত্রী বিশ্বাস করেন ‘দ্য শো মাস্ট গো অন’  ( The show must go on) কথাটিতে। তাই ডান পায়ে ব্যথা নিয়েই নাচের সময় বাঁ পায়ে জোড় দিয়েছিলেন সৌমিতৃষা । কি ন্তু পরেরদিনই  অভিনেত্রী দেখেন দুই পায়েই ব্যথা হচ্ছে। তবে কাজের প্রতি তার এই নিষ্ঠা যে চোট পেয়েও শুটিং বন্ধ করেননি তিনি সত্যিই প্রশংসার যোগ্য।

আরও পড়ুনঃ পল্লবীর মৃত্যুতে সুশান্ত যোগ! ময়না তদন্তে উঠে আসল আকস্মিক তথ্য




Leave a Reply

Back to top button