শিক্ষা থেকে কর্মক্ষেত্র কোথায় দাঁড়িয়ে সাফল্য? জানতে দেখুন আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ, বুধবার। ১৮ ই মে (৩ রা জৈষ্ঠ্য) ২০২২। কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরোনোর আগে জানতে চান কেমন যাবে আপনার আজকের সারাদিন। আপনার চলার পথে কোন কোন সফলতা এবং ব্যর্থতা অপেক্ষা করছে আপনার জন্য। শিক্ষা ক্ষেত্রে কে সফল আর কে ব্যর্থ হতে চলেছে। কার দাম্পত্য জীবনে বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য, কার প্রেমে আসবে সফলতা। জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে পদোন্নতির কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার সংসারের সমস্ত বিবাদ মিটে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। নিকট বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। উচ্চ শিক্ষায় উন্নতির যোগ রয়েছে। বিবাহের সিদ্ধান্ত নিলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

29c11

আরও পড়ুন ….আবারও দক্ষিণী ছবিতে টক্কর দেবে বলিউড! অক্ষয় কুমারের পৃথ্বীরাজ ছবি নিয়ে চলছে সেরকমই তোড়জোড়
আরও পড়ুন ….পল্লবীর সামনেই অন্য নারীর সঙ্গে নাচে ব্যস্ত সাগ্নিক! ভাইরাল ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

• মিথুন রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল সিদ্ধান্তের কারণে বিপদের সম্মুখীন হতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ ব্যবসায় অশুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। সংসারে সৃষ্টি হওয়া বিবাদের প্রভাব কর্মক্ষেত্রে পড়তে পারে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। সামাজিক কাজের দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ কোনও দুঃসংবাদ আসতে পারে। কোনও এক বিষয় নিয়ে গুরুজনের সঙ্গে আলোচনা হতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। খারাপ সঙ্গের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু শুরুর যোগ রয়েছে। পূর্ববর্তী করা কোনও ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

14c12

আরও পড়ুন ….সৌন্দর্যের ফাঁদে পড়ে মৃত্যু! মেদ কমাতে প্লাস্টিক সার্জারি, ২১ বছরেই প্রাণ গেল এই অভিনেত্রীর

• কন্যা রাশি
আজ আপনি সতর্কতার সঙ্গে অর্থ ব্যয় করবেন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। পূর্ব পরিকল্পিত ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার ব্যবসায় সমস্ত জটিলতা কেটে গিয়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট কোনও ব্যক্তির সঙ্গে বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। ঋণ শোধ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ অজান্তেই কোনও জটিলতার মধ্যে পড়তে পারেন। সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। অযথা কেনাকাটার দরুন অর্থ ব্যয় হতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত পরিশ্রমের সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ অর্থ সংকট নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। বাবা মা এর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। প্রতিবাদী মনোভাবের দরুন সমাজে সম্মানিত হবেন। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ প্ররোচনা মূলক বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখুন। সঙ্গীত চর্চার ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের আদেশ মেনে চললে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি মিটে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে। প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার সন্তানের ভবিষ্যত নিয়ে মানসিক চিন্তা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন, বিপদের আশঙ্কা রয়েছে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। জীবনে অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি উদ্বেগ তৈরীর সম্ভাবনা রয়েছে। বিপদে নিকট বন্ধুর পাশে না দাঁড়াতে পেরে দুঃখবোধ করবেন। গৃহনির্মাণের পরিকল্পনায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button