রিল লাইফের হিরো, রিয়্যাল লাইফে ভীতু! ভয়কে জয় করতে পারেনি এই বলিউড তারকারা

মন্টি শীল, কলকাতা : বলিউড তথা বিনোদনের জগতের সিনেমা গুলিতে এমন কিছু দৃশ্য আছে যেগুলি দেখার পর রীতিমতো মুগ্ধ হয়ে যান দর্শক মহল। বিশেষ করে অ্যাকশন সিন (Action scene)। দর্শকরা এই সমস্ত দৃশ্যে এতটাই মুগ্ধ হয়ে ওঠেন যে তারা একটা সময় এই সমস্ত দৃশ্যকে বাস্তব জীবনে কল্পনা করতে থাকেন। কিন্তু বাস্তব জীবনে যদি কোনও বলি তারকা এই ধরনের অ্যাকশন সিন করতে পারেন তবে তার নাম হল অভিনেতা অক্ষয় কুমার (Akshay kumar) এবং টাইগার শ্রোফ (Tiger shroff)। এরা রীতিমতো ভয়কে জয় করেছেন। এছাড়া বলিউডের একাধিক জনপ্রিয় তারকারা রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বস্তুকে ভয় পান। এক নজরে দেখে নিন সেই সমস্ত তারকাদের

• শাহরুখ খান

18c22
বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বাদশাহ শাহরুখ খান (Bollywood badshah Shahrukh khan) কে একাধিক জনপ্রিয় বলিউড সিনেমাতে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা গিয়েছে। যার দরুন রীতিমতো মুগ্ধ হয়েছে তার অনুরাগী মহল। কিন্তু জানা গিয়েছে বলিউডের বাদশাহ ঘোড়ায় চড়তে ভয় পান। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অশোকা’তে এই অভিনেতাকে ঘোড়ায় চড়তে দেখা গেলেও ঘনিষ্ঠ মহলে ঘোড়া নিয়ে ভীতি প্রকাশ করেছেন অভিনেতা।

আরও পড়ুন ….আবারও দক্ষিণী ছবিতে টক্কর দেবে বলিউড! অক্ষয় কুমারের পৃথ্বীরাজ ছবি নিয়ে চলছে সেরকমই তোড়জোড়
আরও পড়ুন ….সৌন্দর্যের ফাঁদে পড়ে মৃত্যু! মেদ কমাতে প্লাস্টিক সার্জারি, ২১ বছরেই প্রাণ গেল এই অভিনেত্রীর

• সোনম কাপুর

18c23
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুর (Anil kapoor daughter Sonam kapoor) একেবার প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি লিফট চড়তে ভয় পান। বক্তব্য সামনে আসার পর এই নিয়ে অনেক কটূক্তি করা হলেও, বলিউডের এক সিনেমার শ্যুটিং করতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সিনেমার পরিচালক। জানা গিয়েছে, অভিনেত্রীর লিফটের একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে পাঁচ ঘন্টা সময় লেগেছিল।

• রণবীর কাপুর

18c24
বলিউড অভিনেতা তথা কাপুর পরিবারের অন্যতম সদস্য রণবীর কাপুর (Ranbir kapoor) এরও ভীতি রয়েছে। তাও আবার আরশোলাতে। অনুরাগী মহলে এই খবর সামনে আসার পর অনেক আলোচনা হয়েছিল। তবে জানা গিয়েছে বলিউডের এই একবার শ্যুটিংয়ের সময় এক আরশোলাকে দেখে রীতিমতো ভীতি প্রদর্শন করেন অভিনেতা।

আরও পড়ুন ….মুখটা যেন সেদ্ধ ডিমের মতো! স্টার কিডদের নিয়ে করা কঙ্গনার বেফাঁস মন্তব্যে তোলপার নেটপাড়া

• আলিয়া ভাট

18c25
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা কাপুর পরিবারের নববধূ আলিয়া ভাট (Alia bhatt) এরও ভীতি রয়েছে। আর অভিনেত্রী তার এই ভীতির প্রকাশ করেন এক জনপ্রিয় শো-তে এসে। অভিনেত্রী বলেছিলেন, তিনি অন্ধকার ঘরকে খুব ভয় করেন। এমনকি তিনি এও দাবি করেছিলেন, যে তিনি রাতে ঘুমানোর সময় তার ঘরে অন্তত পক্ষে একটি লাইট জ্বালিয়ে রাখেন।

• ক্যাটরিনা কাইফ

18c26
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বলিউডের এই অভিনেত্রীকে একাধিক জনপ্রিয় সিনেমা অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা গিয়েছে। তবে অ্যাকশন এর সঙ্গে সঙ্গে তার মনে রয়েছে এক ভীতির সঞ্চার। তিনি একদা দাবি করেছিলেন, তিনি টোম্যাটোকে খুব ভয় করেন। এমনি টোম্যাটোর সঙ্গে সঙ্গে ভয় পান টোম্যাটো কেচাপ কেও।

• অর্জুন কাপুর

18c27
বলিউড অভিনেতা তথা প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর (Boney kapoor son Arjun kapoor) বলিউডের একাধিক সিনেমাতে অ্যাকশন এর দৃশ্যে অভিনয় করেছেন। যার জেরে অনুরাগীদের বেশ পছন্দের পাত্র হয়ে উঠেছেন তিনি। তবে জানা গিয়েছে এই বলিউড অভিনেতা ঘরের সিলিং ফ্যান কে ভয় পান। এমনকি শোনা গিয়েছে, তার এই ভীতির কারণে অভিনেতার বাড়িতে কোনও সিলিং ফ্যান নেই।




Leave a Reply

Back to top button