পল্লবীর অকাল প্রয়ানে চিন্তার ভাঁজ টলিপাড়ায়! গৌরীর খোঁজে তোলপার ‘মন মানে না’ এর টিম

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক এবং অন্যতম প্রতিষ্ঠান টলিউডে ছড়িয়ে পড়েছে গভীর বিষন্নতা। আর তার কারণ হল অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey) এর অকাল প্রয়ান। গত রবিবার কলকাতার গরফা সংলগ্ন এলাকার এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল টলিউডের এই জনপ্রিয় তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মৃত দেহ। যার খবর শোনা মত রীতিমতো স্তব্ধ হয়ে যায় বিনোদন জগত। দুঃখের বাতাবরণ তৈরি হয় টলি পাড়ায়। এমনকি অভিনেত্রীর অনুরাগী মহলেও এক স্তব্ধতাতৈরি হয়।

যদিও এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর তদন্তের দাবি তুলেছেন সব মহল। অভিনেত্রীর সহ কর্মী তথা টলি পাড়ার একাধিক জনপ্রিয় তারকাদের বক্তব্য, অভিনেত্রী পল্লবী খুব হাসি খুশি এবং সর্বদা প্রাণোচ্ছল ব্যক্তিত্ব ছিলেন। তার এই পরিণতিতে রীতিমতো হতবাক তারা। তবে সহকর্মীদের দুঃখ প্রকাশের সঙ্গে সঙ্গে এক বিরাট মানসিক চিন্তার সূত্রপাত ঘটেছে টলিউডে (Tollywood)। আর এই চিন্তা মূলত লক্ষ্য করা যাচ্ছে কালার্স বাংলা সম্প্রচারিতজনপ্রিয় ধারাবাহিক ‘মন মানে না’ (Mon mane na)এর সেটে।

18c32

আরও পড়ুন ….পল্লবীর সামনেই অন্য নারীর সঙ্গে নাচে ব্যস্ত সাগ্নিক! ভাইরাল ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়
আরও পড়ুন ….ঠান্ডা মাথায় ‘খুন’ পল্লবীকে! পুলিশি জেরায় প্রেমিকের মুখ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এর অবশ্য অন্যতম কারণ হল, এই জনপ্রিয় ধারাবাহিক অর্থাৎ মন মানে না ধারাবাহিকে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন পল্লবী। মূলত এই ধারাবাহিকে তার নাম ছিল ‘গৌরী’ (Gauri)। জানা গিয়েছে, গত রবিবার শ্যুটিংয়ের সময় থেকে অভিনেত্রী পল্লবীর সন্ধান না মেলার পর ধারাবাহিকের টিমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করা হয়। তবে তারা সেই মুহূর্তের জন্য ব্যর্থ হন। তবে বলা গড়ানোর সঙ্গে সঙ্গে অভিনেত্রীর এই অকাল পরিনতির খবর এসে পৌছায় মন মানে না-এর সেটে।

 

View this post on Instagram

 

A post shared by mistuu (@pallavidey153)


আরও পড়ুন ….“টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?

খবর শোনার পর রীতিমতো আকাশ ভেঙ্গে পড়ে সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। এমনকি মাথায় হাত পড়ে স্বয়ং এই ধারাবাহিকের পুরো ইউনিটে। যদিও এর পর অনেকেরই প্রশ্ন তবে এই ধারাবাহিকে রুদ্র-এর পাশে কোন অভিনেত্রীকে গৌরীর চরিত্রে দেখা যাবে? যদিও জানা গিয়েছে এই ধারাবাহিকটি আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে। তাই হয়তো খুব সম্ভবত শেষের বাকি কয়েকটা এপিসোড ধারাবাহিকের অন্যতম চরিত্র ‘গৌরী’ চরিত্রটিকে বাদ দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ভাবেই বিষন্নতার অন্ধকারে নিমজ্জিত হয়েছেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমগ্র দর্শক মহল।




Leave a Reply

Back to top button