কারো যোগ্যতাই নেই এই ঘরে ঢোকার! বলিউডকে ফের এক হাত নিলেন কঙ্গনা

অহেলিকা দও, কলকাতা : ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranaut )। প্রতিবারের মত এবারেও বলিউডের বিরুদ্ধে সুর টানলেন অভিনেত্রী। বলিউডে কারও যোগ্যতা নেই তাঁর বাড়িতে পা রাখার, এমনই মন্তব্য বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইনে’র ( Kangana Ranaut )।
শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা ( Kangana Ranaut ) অভিনীত ‘ধাকড়’ ( Dhaakad )। বহুদিন পর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির প্রচারে তাই কোনরকম খামতি রাখতে চাইছেন না অভিনেত্রী। ছবির প্রচারে অভিনেত্রীর জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, “বলিউডের কোনও তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনও প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।” এছাড়াও তিনি এদিন বলেন, “বলিউডে এমন কেউ নেই যে আমার বন্ধু হওয়ার যোগ্য। আমি সেই জন্য খুব একটা বন্ধু বানাই না।”
কঙ্গনা রানাওয়াতের ( Kangana Ranaut ) বলিউড প্রসঙ্গে এহেন বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথম নয়, এর পূর্বেও করণ জোহর থেকে শুরু করে খানেদের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেন তিনি। সম্প্রতি, বলিউডে পা রাখতে চলা নতুন প্রজন্মের তারকাদের ‘সিদ্ধ ডিমের’ সঙ্গে তুলনা করেন কঙ্গনা। সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুর। একটি পোস্টার সম্প্রতি জনসমক্ষে আসতেই কঙ্গনা ‘সিদ্ধ ডিম’ প্রসঙ্গ টেনে আনেন বলে মনে করেন নেটিজেনরা।
কেরিয়ারের শুরু থেকেই প্রধানত নারীকেন্দ্রিক সিনেমাতে অভিনয় করতে পছন্দ করেন কঙ্গনা ( Kangana Ranaut )। অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। যার অ্যাকশন সিন দর্শকের ইতিমধ্যে বেশ পছন্দ হয়েছে। এর জন্য অভিনেত্রীকে বেশ কিছুদিন মার্শাল আর্টস শিখতেও হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তাঁর সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এবং রয়েছেন শরিব হাসমি।
আরও পড়ুন…Kangana Ranaut marriage: বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন কঙ্গনা, জানেন কি পাত্রের নাম?
আরও পড়ুন…পল্লবীর অকাল প্রয়ানে চিন্তার ভাঁজ টলিপাড়ায়! গৌরীর খোঁজে তোলপার ‘মন মানে না’ এর টিম