নেই পল্লবী, থাকছে না চরিত্রও! অভিনেত্রীর মৃত্যুশোকে নতুন ভাবনা নিয়ে ‘মন মানে না’

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক এবং অন্যতম প্রতিষ্ঠান টলিউড বেশ কিছু দিন যাবত এক গভীর শোকে আচ্ছন্ন হয়ে রয়েছে। অসংখ্য লাইট, ক্যামেরা, সহ একাধিক জাগজমক পূর্ণ দুনিয়ার মধ্যেও এই বিষন্নতা স্পষ্টতই দৃশ্যমান। আর এর কারণ হল টলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey)। গত রবিবার এই টলি অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে। কলকাতার গরফা সংলগ্ন এলাকার এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত দেহ।
এরপর স্বাভাবিক ভাবেই এই খবর সামনে আসতেই রীতিমতো এক শোরগোল পড়ে গিয়েছিল টলি পাড়ায়। গভীর ভাবে শোকাহত হন বাংলা ধারাবাহিক মন মানে না (Mon mane na) তে অভিনিত সকল তারকারা। এমনকি ওই দিন অভিনেত্রী এই অকাল পরিনতি ঘটার পর তরিঘরি বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিকের সমস্ত শ্যুটিংয়ের কাজ। জানা গিয়েছে, অভিনেত্রী মৃত্যুর ঠিক আগে অর্থৎ গত বৃহস্পতিবার শেষ বারের মতো শ্যুটিংয়ের সেটে গিয়েছিলেন পল্লবী। শুক্রবার এবং শনিবার শ্যুটিং বন্ধ ছিল।
আরও পড়ুন ….আবির এবার বলিউডে! মুক্তি পেল টিজার, উল্লসিত বাঙালি
আরও পড়ুন ….পল্লবী মৃত্যু মামলায় মুখ খুললেন তার পরিচারিকা, মুখোশ খুলতেই গ্রেফতার হলেন সাগ্নিক
আর রবিবার শ্যুটিংয়ের দিন সকালেই এই খবর এসে পৌছায়। যদিও এই ঘটনার পর পল্লবী দে-র অভিনিত চরিত্র গৌরীর ভূমিকাতে কাকে দেখা যাবে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এমনকি দর্শকদের মনে হাজারো প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। যেমন দর্শকদের মতে, গৌরী-র চরিত্রে কি অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে, নাকি ধারাবাহিক থেকে এই চরিত্রটাই বিলুপ্ত হয়ে যাবে। যদিও এই বিষয় নিয়ে ধারাবাহিক এর প্রযোজনা সংস্থা দর্শকদের উদ্দেশ্যে কোনও রকমের তথ্য দেননি।
আরও পড়ুন ….‘টপা টিনি’ গানে নেচে বিমানবন্দর মাতিয়ে দিলেন অভিনেত্রী মনামী! মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
তবে জানা গিয়েছে, আগামী সপ্তাহ দুয়ের মধ্যেই শেষ হতে চলেছে বাংলা ধারাবাহিক ‘মন মানে না’। তার জায়গায় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে আসন্ন বাংলা ধারাবাহিক ‘তুমিই যে আমার মা’। শোনা গিয়েছে, এই কয়েকদিনের জন্য নতুন কোনও অভিনেত্রীকে আনার পরিকল্পনা নেই ধারাবাহিকের প্রযোজনা সংস্থার। খুব সম্ভবত বাস্তবতার উপর নির্ভর করেই ধারাবাহিকেও অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। আর ইতিমধ্যেই সেই রকমের পরিকল্পনাও স্থির করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগামী দিনে এই ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় সেই দিকেই মূলত নজর থাকবে দর্শক মহলের।