“একদিন পাব খাঁটি ভালোবাসা”, পল্লবীর বিদায়ে কানে বাজে Didi No 1-এর মঞ্চে তাঁর শেষ বক্তব্য

রাখী পোদ্দার, কলকাতা : গত রবিবার সকাল থেকেই যেন রীতিমতো পাল্টে গেছে টলিউড ইন্ডাস্ট্রির মোড়। জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে( Pallavi Dey) এর মৃত্যুর খবরে মুষরে পরেছে ভক্তগণ। প্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবর শুনে তাঁরা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলেন না। গড়ফার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল রবিবার সকালে। গলায় ছিল তাঁর বিছানার চাদর। যদিও এটা আত্মহত্যা নাকি খুন সেই প্রশ্ন এখনও পর্যন্ত অধরা। হাসিখুশি একটি মেয়ে হঠাৎ কেন এমন আত্মহননের মতো সিদ্ধান্ত নেবে তা কিছুতেই বুঝতে পারছে না কেউ।

পল্লবীর ( Pallavi Dey) এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। সকলেরই দাবি পল্লবী আত্মহত্যা করার মতো মেয়েই নন। পাশাপাশি বিগত কয়েকদিনের পল্লবী মৃত্যু রহস্য সমাধান করতে গিয়ে বার বার উঠে আসছে একটাই নাম। আর তা হল পল্লবীর লিভ ইন পার্টনার তথা প্রেমিক সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। হাসিখুশি পল্লবীর এইরূপ আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে। তাই তাঁর মৃত্যুর পর তাঁর প্রতি শোক জ্ঞাপন করে গোটা একদিন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন টলিউডের নির্মাতা এবং কলাকুশলীরা।

আরও পড়ুন : যৌন লালসার জন্যই শ্রীঘরে সাগ্নিক, সামনে এল আরও এক প্রেমিকার নাম

picsart 22 05 19 22 03 14 222
Pallavi Dey

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’এর (Didi Number One) পুরোনো একটি পর্বের ভিডিও ভাইরাল হয়েছে। সেই পর্বে অভিনেত্রী পল্লবী দে হাজির হয়েছিলেন তাঁর মায়ের সাথে। সেখানেই সকলের সামনে মেয়ে পল্লবীর একাধিক সিক্রেট ফাঁস করেছিলেন অভিনেত্রীর মা। সেখানেই পল্লবী ( Pallavi Dey) জানান, ছোট থেকেই নাচ করতে ভালোবাসতেন তিনি। সেই সূত্রেই একাধিক বার নাটকও করেছেন তিনি। তবে তাঁর বাবা চাননি মেয়ে অভিনয় জগতে আসুক। কিন্তু পাশে পেয়েছেন মাকে।

আরও পড়ুন : তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট

picsart 22 05 19 21 43 42 099
Pallavi Dey-Sagnik Chakraborty

পল্লবীর একাধিক দুষ্টুমির কাহিনী এদিন সকলের সামনে তুলে ধরেন পল্লবীর মা। আর সাথে এও মজা করে পল্লবীর মাকে বলতে শোনা যায়, ওর কাছে কেউ টিকবে বলে তো মনে হয় না… এত জেদ! তাতে যোগ দিয়ে পল্লবীও বলেন, আসলে আমি এত খিটখিটে না। তবে যতই যাই হোক না কেন পল্লবী যে তাঁর মাকে ভীষণ সম্মান করেন সে কথাও বলতে শোনা গিয়েছিল অভিনেত্রীর মাকে।




Leave a Reply

Back to top button