‘সকালের ঘুম ভাঙতো তার হাতের চা খেয়ে’, ফাঁস হল পল্লবী দে-র জীবনের গোপন তথ্য

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে বিনোদন জগতের অন্যতম প্রতিষ্ঠান টলিউড গভীর ভাবে শোকাহত। আর এর অন্যতম কারণ হল টলিউডের তরুণ অভিনেত্রী পল্লবী দে-র আকস্মিক মৃত্যু। যার খবর শোনার পর রীতিমতো আকাশ ভেঙ্গে পড়ছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রায় একটা সপ্তাহ কেটে গেলেও এর রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি টলি পাড়া। এমনকি এর গভীরতর প্রভাব পড়েছে অভিনেত্রীর অনুরাগী মহলেও।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললে শুধু মাত্র আলোচনার বিষয় একটাই, সেটা হল অভিনেত্রী পল্লবী দে। সম্প্রতি এই তরুণ টলি অভিনেত্রীর সম্পর্কিত এক তথ্য জনসমক্ষে প্রকাশিত হয়। যা দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তার অনুরাগী মহল থেকে শুরু করে গোটা বিনোদন জগতে। কিন্তু কী সেই তথ্য। ইদানিং কালে অভিনেত্রী পল্লবী দের একটি সাক্ষাতকার সামনে এসেছে, যাতে এই অভিনেত্রী তার ভালোবাসার সম্পর্কের গোপন কাহিনী প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন ….জন্ম সার্ধশতবর্ষে মৃণালকে শ্রদ্ধা কৌশিকের! ‘খারিজ’-এর স্মৃতি নিয়ে বড়পর্দায় আসছে ‘পালান’
আরও পড়ুন ….“একদিন পাব খাঁটি ভালোবাসা”, পল্লবীর বিদায়ে কানে বাজে Didi No 1-এর মঞ্চে তাঁর শেষ বক্তব্য
জানা গিয়েছে, টলিউড অভিনেত্রী পল্লবী দে এবং সাগ্নিক চক্রবর্তী একে অপরের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন। একদা এই অভিনেত্রী তার এই সম্পর্কের কথা স্বীকার করে বলেছিলেন, তার চা না খেলে সকাল বেলা ঘুম থেকে উঠতেন না তিনি। এমনকি সকাল বেলা ডেকে না দিলে তার ঘুম থেকে ওঠাটা রীতিমতো দুর্বিসহ হয়ে উঠত। এক কথায় বলতে গেলে, তার ডাক দিয়েই অভিনেত্রী তার দিন শুরু করত। এমনকি কাজে বেরোনোর আগে তার টিফিন করা থেকে শুরু করে জামা কাপড় ব্যাগ গোছানো এই সবটাই করতেন তিনি।
আরও পড়ুন ….যৌন লালসার জন্যই শ্রীঘরে সাগ্নিক, সামনে এল আরও এক প্রেমিকার নাম
ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী পল্লবী রান্না করতে খুব ভালোবাসতেন। শুধু তাই নয় রান্নার পর সকলকে খাওয়ানো এবং নিজে খেতে খুব ভালোবাসতেন। শোনা যায়, অভিনেত্রীর এই রান্নার প্রতি ভালোবাসায় সঙ্গ দিতেন সাগ্নিক। বিভিন্ন নেট মাধ্যম থেকে রকমারি রান্নার পদ বের করে আনতে তার জন্য। শুধু কি তাই, অভিনেত্রীর শ্যুটিং সেট-এ যাওয়া এবং সেখান থেকে বাড়ি ফেরার সময় তার একমাত্র সঙ্গী ছিল সাগ্নিক। এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিক ভাবেই অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত ভালো সম্পর্ক থাকা সত্তেও এই দুর্ঘটনা কীভাবে ঘটালেন অভিনেত্রী। আবার অভিনেত্রী অনুরাগী মহল এই তথ্য জানা পর রীতিমতো চোখে জল এনেছে। তবে শেষ পর্যন্ত সব মিলিয়ে বিতর্ক রয়েই গিয়েছে পল্লবী দে-র মৃত্যুকে ঘিরে।