শ্রীময়ীর পর লীনার হাত ধরেই পর্দায় ফিরছেন ডিঙ্কা এবং মোহর! এই জুটি এক্কেবারে পছন্দনা দর্শকদের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছে বাংলা টেলিভিশনের একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলি। যাদের মধ্যে অন্যতম হল জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলি। এই জনপ্রিয় ধারাবাহিক গুলির সম্প্রচারের দরুন যেমন দর্শকদের বিনোদন সংগঠিত হয়, তেমনি তার অপর দিকে এই ধারাবাহিকগুলির মধ্যে চলে এক অদৃশ্য প্রতিযোগিতা। সম্প্রতি এই টেলিভিশনের ধারাবাহিক গুলির TRP তালিকা প্রকাশিত হয়েছে যাতে এই প্রতিযোগিতার আভাস পাওয়া গিয়েছে।

তবে ইদানিং কালে ফের এক টুইস্ট আসতে চলেছে বাংলা ধারাবাহিকের দুনিয়াতে। আর সেই টুইস্ট দিতে চলেছে জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এই লেখিকার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী (Sremoye) টেলিভিশনের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ধারাবাহিকে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের (Indrani Halder) বিপরীতে দেখা গিয়েছিল টোটা রায়চৌধুরিকে (Tota Roy chowdhury)। এই বার এই ধারাবাহিকের পরিবর্তে আসতে চলেছে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়-এর এক নতুন ধারাবাহিক। আর টলি পাড়ায় এই ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

20c42

আরও পড়ুন ….ভরদুপুরে কলকাতার রাস্তায় বলিউডের বিউটি! মেকাপহীন করিশ্মাকে দেখে তাজ্জব শহরবাসী
আরও পড়ুন ….গুটকা বিক্রির জেরে কারাবাস! বিগ বি, শাহরুখ সহ ৩ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের আদালতে

জানা গিয়েছে, এই আসন্ন ধারাবাহিকের অভিনেতা সপ্তর্ষি মৌলিকের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে টলি অভিনেত্রী অভিনেত্রী সোনামণি সাহা কে। অভিনেতা সপ্তর্ষি মৌলিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। আর অভিনেত্রী সোনামণি সাহা কে দেখা গিয়েছিল স্টার জলসা খ্যাত ‘মোহর’ (Mohor) ধারাবাহিকে। যদিও এই খবর সামনে আসতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে। এমনকি টলি পাড়াতেও এই বিষয় নিয়ে আলোচনা হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন ….‘সকালের ঘুম ভাঙতো তার হাতের চা খেয়ে’, ফাঁস হল পল্লবী দে-র জীবনের গোপন তথ্য

দর্শক মহলে মতে, অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা-র জুটি টেলিভিশনের পর্দায় এক্কেবারেই মানানসই হবে না। আবার অনেকের মতে এই জুটি এক পর্দায়ে এলে সেই ধারাবাহিক রীতিমতো ফ্লপ হবে। যদিও এই আসন্ন ধারাবাহিকের নাম কি আর কবেই বা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। লেখিকার মাধ্যমেও কোন রূপ খবর সম্প্রচারিত হয়নি। তবে অনেকের মতে ‘শ্রীময়ী’ এর পর ফের আসতে চলেছে লীণা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। বিরূপ মন্তব্য এলেও এই ধারাবাহিক যে জনপ্রিয় হতে চলেছে তা শুধু এখন সময়ের অপেক্ষা।




Leave a Reply

Back to top button