আবীরের গুগলিতে দাদা বোল্ড, রীতিমতো ক্ষেপে গেলেন সৌরভ অনুরাগীরা

জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’ ( Dadagiri ) । ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী দ্বারা সঞ্চালিত এই শো দর্শক মহলে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে বহু মান্যগণ্য ব্যক্তিরা এই শোতে আসে এবং দাদার সাথে খেলে। সব মিলিয়ে হাসি মজা আনন্দে জমজমাট হয়ে যায় দাদাগিরির মঞ্চ। অনেক সময় মনে হয় যে সৌরভের মত কেউই হয়তো ‘দাদাগিরি’ শো এত সুন্দর ভাবে সঞ্চালনা করতে পারবে না। তবে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘দাদাগিরি’ সংক্রান্ত কিছু খবর জানা যায়। সেখান থেকে খবর পাওয়া যায় যে জি বাংলায় সৌরভকে সরিয়ে সেখানে আসতে চলেছে আবির চট্টোপাধ্যায় ( abir Chatterjee is coming with saregamapa ) । এই খবরটি পাওয়া মাত্র রীতিমতো অনুগামীদের এক বড় অংশের মন ভেঙে যায়।

কিছুদিন আগেই সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় এসেছিলেন। এবং সেখানেই তিনি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই এ বছরের মত শেষ হতে চলেছে ‘দাদাগিরি’। কেননা দাদাগিরির পরিবর্তে সেই জায়গায় আসতে চলেছে জি বাংলা খ্যাত আরও এক জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’, যার সঞ্চালনা করছেন বিখ্যাত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এই খবর পাওয়া মাত্রই আবিরের অনুরাগীরা খুশি হলেও মন ভেঙে যায় সৌরভের অনুরাগীদের।

img 20220520 213136

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল চ্যানেল সাথে সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার করা হয় ‘সারেগামাপা’র প্রথম প্রোমোটি। আর সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এখন সেই খবরই আবার নিজের সোশ্যাল মিডিয়ায় জানান আবীর চট্টোপাধ্যায়। এদিন তিনি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেন ‘সারেগামাপা’র নতুন প্রোমো। আর এই খবর পাওয়া মাত্রই ভক্তদের উত্তেজনা একেবারে শীর্ষে ওঠে।

 

আরও পড়ুন: হাতে খড়কুটো ধরে মুম্বই আসা তারপর তারকা তকমা, জেনে নিন নওয়াজউদ্দিনের সম্পতির পরিমাণ

‘সারেগামাপা’র নতুন প্রোমো দেখে দর্শকরা যে পরিমাণে উত্তেজিত হয়ে উঠেছিল তা থেকে বোঝা যাচ্ছে যে ‘সারেগামাপা’র মঞ্চে আবারও আবিরকে পেয়ে খুবই খুশি তারা। সারেগামাপা জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি শো। আর এই শো এর দর্শক সংখ্যাও অনেক। তবে দাদাগিরির পথ এখানেই শেষ। আর এর জন্যই দুঃখ প্রকাশ করতে দেখা গেছে দাদার অনুরাগীদের। প্রসঙ্গত গত বছর থেকেই যিশু সেনগুপ্তর পরিবর্তে সারেগামাপা শো সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন আবির। আর তার উপস্থিতিতেই সারেগামাপার মঞ্চে যেন পেয়েছিল এক নতুন রূপ। এবার শুধু শো শুরুর পালা। আর সারেগামাপা কবে শুরু হচ্ছে তা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

আরও পড়ুন: নতুন কাজ পেয়েই অভিনয় ছাড়লেন সানন্দা, ইন্ডাস্ট্রি থেকে কি উঠে যাচ্ছে বিশ্বাস




Leave a Reply

Back to top button