এই রাশির জাতকদের সংসারে থাকবে আর্থিক সচ্ছলতা, এক নজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : আজ রবিবার, ২২ শে মে (৭ ই জৈষ্ঠ্য) ২০২২। সপ্তাহের শেষ দিনে এসে জানতে চান কার হাতে আসতে চলেছে সফলতার চাবিকাঠি। কার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে চলেছে। কার সংসার আসতে চলেছে আর্থিক স্বচ্ছলতা। শিক্ষা না স্বাস্থ্য, ব্যবসা না চাকরি কোন পথে গেলে আপনি হবেন সফল আর কোন পথে গেল আপনি হবেন ব্যর্থ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনও এক বিষয় অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে বিপর্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার সংসারের প্রতি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল সিদ্ধান্তের দরুন কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়র সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

22c12

আরও পড়ুন ….এই ব্যবহার কোনোদিনও ভোলা যাবে না, সৌরভের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন অভিনেতা ভাস্কর
আরও পড়ুন ….বউ না ভাইয়ের বউই সেরা! নেট পাড়ায় তুমুল কটাক্ষের স্বীকার ধ্রুব সরকার

• মিথুন রাশি
আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে। মাত্রাতিরিক্ত ভয়ের দরুন মানসিক চাপ বাড়তে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আবেগ বশত কোনও কাজ করলে সেখানে বিপদের আশঙ্কা রয়েছে। আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। সন্তানের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ কর্মক্ষেত্রে সমস্ত জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনা করে সুনাম অর্জন করবেন। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। যানবাহনে পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সংসারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ঘটতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক পরিশ্রম করা সত্তেও সংসারের অভাব বজায় থাকবে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

22c13

আরও পড়ুন ….আবীরের গুগলিতে দাদা বোল্ড, রীতিমতো ক্ষেপে গেলেন সৌরভ অনুরাগীরা

• কন্যা রাশি
আজ মাত্রাতিরিক্ত রসিকতা অপর ব্যক্তির জন্য বিপদ ডাকতে পারে। কোনও এক বিষয় মানসিক অবসাদ তৈরি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত রাগ-এর দরুন শরীরে রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে। অপরের সহায়তা করে মানসিক শান্তি পাবেন। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার কর্মচারীর দরুন ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত রাগ বিপদ ডেকে আনতে পারে। কোনও এক বিষয় সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। অধিক পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হবে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা থেকে বিরত থাকুন। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের দ্বায়িত্ব পালন করতে গিয়ে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। পড়ুয়াদের জন্য আজকের দিনটা শুভ। নিকট বন্ধুর সঙ্গে বিচ্যুতি ঘটতে পারে। কোনও এক বিষয় নিয়ে মনে ভীতির সঞ্চার ঘটতেপারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। খারাপ ব্যবহারের দরুণ অজান্তেই অপরকে কষ্ট দিতে পারেন। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনার ব্যবসায়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। নিকট বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পেরে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার ব্যবসায়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বাড়ি তৈরীর পরিকল্পনা সফল হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের পরেও ফল পেতে ব্যর্থ হবেন। সন্তানের দুরন্তপনার জন্য মানসিক চিন্তা বাড়বে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ আপনার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির দরুন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে কর্মচারীদের ক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button