দু’দিন বাদেই বিয়ে! তার আগেই ‛Didi No. 1’-এ প্রেমিকার সাথে জমিয়ে আইবুড়োভাত খেলেন ঋতজিৎ

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক চমকপ্রদ অনুষ্ঠানের মুহূর্ত নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee Bangla)। আর এই চমক থেকে বাদ যায়নি জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো থেকে ধারাবাহিকগুলি। যার ফলে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ বাড়ছে তেমনি এই সম্প্রচারিত শো গুলির চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক এইরকমই এক চমকপ্রদ মুহূর্ত নিয়ে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হল রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান (Didi No 1)।

সম্প্রতি এই জনপ্রিয় শো এর মঞ্চে অনুষ্ঠিত হল আইবূড়োভাত পর্ব। যার দ্বায়িত্বে ছিলেন এই শো এর সঞ্চালিকা অভিনেত্রী রচনা ব্যানার্জি। খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘আমার দূর্গা’ খ্যাত টলি অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায় (Hrithojeet chatterjee)। জানা গিয়েছে, টলিউডের এই জনপ্রিয় অভিনেতা তার দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা তিওয়ারি (Arpita tiwari) এর সঙ্গে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সেই উপলক্ষে এই দিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আয়োজন করা হয় আইবূড়োভাত পর্বের।

23c21

আরও পড়ুন ….কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরিতে বং গাই, সিনেবাপের মন্তব্যের পাল্টা উত্তর কিরণের
আরও পড়ুন ….জিতু ভাইয়ার আকাশছোঁয়া বাড়ি! পঞ্চায়েতের সচীবের সম্পত্তি শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের

জানা গিয়েছে, এই দিন দিদি নাম্বার ওয়ান-এ এক বিশেষ জুটি স্পেশাল এপিসোড অনুষ্ঠিত হয়। আর সেই বিশেষ এপিসোডে তার প্রেমিকা তথা হবু জীবন সঙ্গীর সঙ্গে শো এর মঞ্চে উপস্থিত ছিলেন এই টলি অভিনেতা। অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়-কে খুব বেশি একটা ধারাবাহিকে দেখতে পাওয়া না গেলেও, অনুরাগীদের মনে তার জায়গা এতটুকুও কম হয়নি। অভিনেতা খুব কম সংখ্যক ধারাবাহিকে অভিনয় করে বিপুল সংখ্যক দর্শকদের প্রিয় পাত্র হয়ে উঠছেন। তবে আপামোর বাঙালি দর্শক অভিনেতার বিয়ের খবরে খুশি হলেও। তার এক বিরাট সংখ্যক মহিলা অনুরাগী রীতিমতো বেদনা হত হয়েছেন।


আরও পড়ুন ….ছেলেরাও গুরুত্ব দিচ্ছে না, হতাশায় ভেঙ্গে পড়লেন বলিউডের একসময়কার ডান্সকুইন

টলিউডের এই অভিনেতা সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কের ব্যাপারে ইঙ্গিত করলেও। ব্যক্তিগত ভাবে কোনও দিনই তারা এই বিষয়ে স্পষ্ট করে মুখ খোলেননি। যদিও পরবর্তী সময়ে এই অভিনেতা জানান, এক নিকট বন্ধুর মারফত প্রথম আলাপ হয় অর্পিতা তিওয়ারির সঙ্গে। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব থেকে এই সম্পর্ক গভীরতার রূপ নেয়। জানা গিয়েছে, ‘লালকুঠি’র শৌর্য ওরফে ঋতজিৎ আগামী ২৫ শে মে বিয়ের পিড়িতে বসতে চলেছেন। তার এই বিয়ের খবরে আপামোর মহিলা অনুরাগীরা বেদনা হত হলেও, বাংলার টেলিভিশন দর্শকরা যে এই আইবূড়োভাত পর্বের মুহূর্তটাকে বেশ উপভোগ করছেন তা শো এর টিআরপি রেটিং দেখেই বোঝা যাচ্ছে।




Leave a Reply

Back to top button