পল্লবী মৃত্যু তদন্তে নয়া মোড়! সাগ্নিকের পরিবার তরফে মিলল চাঞ্চল্যকর তথ্য

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey)-র আকস্মিক মৃত্যু ঘটেছে। গত ১৫ ই মে রবিবার কলকাতার গরফা সংলগ্ন এলাকার এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল এই টলি অভিনেত্রীর ঝুলন্ত নিথর দেহ। যার খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো শোকাহত হয়েছিল গোটা টলিউড পাড়া। যার রেশ এখনো পর্যন্ত কাটেনি। এইদিকে অভিনেত্রীর মৃত্যুর পরবর্তি সময়ে করা তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ জানতে পেরেছে, এই অভিনেত্রী প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর (Sagnik chakraborty) সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন।
যদিও পরবর্তী সময়ে একের পর এক চাপ আসতে থাকে তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর উপর। অভিনেত্রীর পরিবার তাকে রীতিমতো কাঠগড়ায় তুলে খুন, প্রতারণা সহ একাধিক মামলায় অন্তর্ভুক্ত করেছে। যদিও ইতিমধ্যেই সাগ্নিক চক্রবর্তীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আর জানা গিয়েছে, আগামী ২৬ শে মে পর্যন্ত সাগ্নিক চক্রবর্তীকে পল্লবী দে-র মৃত্যুর পরিপ্রেক্ষিতে পুলিশি হেফাজতে থাকতে হবে। যদিও অভিনেত্রীর মৃত্যুর পরবর্তী সময় থেকে বিভিন্ন রকমের রহস্য প্রতিনিয়ত উদ্ঘাটিত হচ্ছে।
আরও পড়ুন ….‛কুছ কুছ হোতা হে’-এর সেই ছোট্ট অঞ্জলি! আজ যেন হটবম্ব, রইল ছবি
আরও পড়ুন ….দু’দিন বাদেই বিয়ে! তার আগেই ‛Didi No. 1’-এ প্রেমিকার সাথে জমিয়ে আইবুড়োভাত খেলেন ঋতজিৎ
তদন্তের পর জানা গিয়েছিল, অভিনেত্রীর মৃত্যুর দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার শেষ বারের জন্য শ্যুটিংয়ে গিয়েছিলেন পল্লবী। এমনকি দুর্ঘটনা ঘটার আগের দিন অর্থাৎ শনিবারেও বেরিয়েছিলেন তারা। কিন্তু যদি সব কিছু ঠিক ঠাক থাকে তাহলে এই আকস্মিক দুর্ঘটনা কেন ঘটালেন অভিনেত্রী। এই প্রশ্নের উত্তর পেতে এইবার অভিনেত্রীর মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। যদিও জানা গিয়েছে এই তদন্ত অভিনেত্রীর বাবা মা পুরোদস্তুর অভিযোগ তীর ছুঁড়েছেন তার প্রেমিকের দিকে।
আরও পড়ুন ….কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরিতে বং গাই, সিনেবাপের মন্তব্যের পাল্টা উত্তর কিরণের
অভিনেত্রীর পরিবারের তরফে দাবি করা হয়েছিল, যে সাগ্নিক পল্লবীকে বিভিন্ন রকম ভাবে নির্যাতন করতেন। অভিনেত্রীর পরিবারের দাবি, সাগ্নিক মাসে মাত্র কুড়ি হাজার টাকা আয় করত, কিন্তু তার জীবন যাত্রা ছিল খুবই বিলাসবহুল। তাদের বক্তব্য, পল্লবীর হাতে টাকা ফুঁড়িয়ে আসায় তিনি চিন্তিত ছিলেন। জানা গিয়েছে, অভিনেত্রী একাধিক মিউচুয়াল ফান্ডেও টাকা বিনিয়োগ করেছিলেন। এছাড়াও আরও একাধিক অভিযোগ করেছেন সাগ্নিকের বিরুদ্ধে। পুলিশি তদন্ত মারফত জানা গিয়েছে সাগ্নিক একটি কল সেন্টার চালাতেন যা আদতে ভুয়ো ছিল। যদিও এই সমস্ত তথ্য সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।