কিডন্যাপ ফুলঝুড়ি! মাথা ফাটল লালনের, ‛পিয়া রে’ ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাসির রোল নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদনের স্বার্থে একের পর এক বাংলা ধারাবাহিক টেলিভিশনের পর্দা জুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। আর দর্শক মহল তার কাজের অবসরের ফাঁকে একটুকরো বিনোদনের জন্য এই ধারাবাহিকের আশ্রয় নেন। যার দরুন এই ধারাবাহিক দেখার চাহিদা যেমন বাড়ে তেমনি তার অপর দিকে টিআরপি তালিকাতেও বেশ ভালো স্থান অর্জন করছে। আর এই জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল ধূলোকনা (Dhulokona)। স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শক মহলে বেশ জনপ্রিয়।
আর সম্প্রতি প্রকাশিত হওয়া টিআরপি তালিকাতেও মিঠাই, গাঁটছড়াকে পিছনে রেখে এক নজরকাড়া স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। তবে জনপ্রিয়তার নিরিখে এই ধারাবাহিক নজরকাড়া স্থান অর্জন করলেও, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় এই ধারাবাহিককে। সাধারণত এর মূলত কারণ হল, গল্পের একঘেয়েমি এবং মাত্রাতিরিক্ত ন্যাকামো। টলিউডের জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা জুটি লালন-ফুলঝুড়ি ওরফে মানালি দে (Manali dey) এবং ইন্দ্রাশিষ রায় (Indrashish roy) দর্শক মহলে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন ….দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত বিজয়-সামান্থা, খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে
আরও পড়ুন ….কোটিপতির মতো চালচলন! ভুয়ো কল সেন্টার থেকে লোক ঠকিয়েই এত টাকা সাগ্নিকের
কিন্তু এই জনপ্রিয় জুটিকেও কটূক্তির শিকার হতে হল। সম্প্রতি এই ধূলোকনা ধারাবাহিকের নতুন প্রোমো জনসমক্ষে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে রয়েছেন গল্পের দুই মুখ্য চরিত্র লালন-ফুলঝুড়ি। এমন সময় থাকতে এক দল গুন্ডা বাহিনী এসে উপস্থিত হন। ভিডিও মারফত দেখা গিয়েছে, তারা গাড়ি সমেত ফুলঝুড়িকে অপহরণ করে নিয়ে যান। শুধু তাই নয়, সেই গুন্ডা বাহিনী এক ধাক্কায় ফেলে দেন লালনকে।ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন ….দাদাগিরি ফিনালেতে ফের নতুন চমক! সৌরভ-ডোনার সঙ্গে মঞ্চ কাঁপাবে মিঠাইও
এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তার পরক্ষণেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে ওঠে একটি বাংলা সিনেমার গান। যা দেখে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন নেটিজেনরা। ধারাবাহিকের এই সিকোয়েন্সকে ঘিরে কটূক্তির বন্যা বয়ে যায় নেটপাড়াতে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই ধারাবাহিক বন্ধেরও ডাক দিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি কিছু দিন আগেই দেখা গিয়েছিল, ফুলঝুড়ি তার হারানো বাবা-মা কে খুঁজে পেয়েছেন। আর অপর দিকে অজান্তেই লালনের সঙ্গে চড়ুইয়ের বিয়ে হয়ে যায়। এরই সঙ্গে সঙ্গে একাধিক গল্পের ধারা প্রবহমান থাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক। কিন্তু এই সদ্য প্রকাশিত প্রোমো দেখার পর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল দর্শক মহলে।