“অভিনেত্রী মানেই পেটে বিদ্যা নেই!”,বস্তাপচা ধারণা ভাঙতে বিস্ফোরক পটলকুমার খ্যাত খলনায়িকা

জয়িতা চৌধুরী, কলকাতা: বিনোদন জগত মানেই ঝা চকচকে একটা গ্লামর দুনিয়া। মনোমুগ্ধকর এই পেষায়ে যশ, খ্যাতি ও ঐশ্বযের আমোঘ আকর্ষণ উপেক্ষা করার ক্ষমতা নেই মানুষের। তবে গ্ল্যামর দুনিয়া থেকে শত মাইল দূরে থেকেও অনেকেই ইন্ডাস্ট্রি সম্পর্ক নানারকম ধারণা পোষণ করে থাকেন। বিশেষ করে তারা প্রশ্ন তোলেন এই পেষার অনিশ্চয়তা নিয়ে। তবে একদা অভিনয় যে একটি পেষা তাই মানতেন না অনেকে।

অভিনয় জগতে অনেকেই পা রাখেন শখের বশে আবার কেউ পরিস্থিতির চাপে একপ্রকার বাধ্য হয়ে এই পেশায় আসেন। তবে অভিনয় করা মানেই কিন্তু এই নয় সেই অভিনেতা অভিনেত্রীর পেটে বিদ্যা নেই বা পড়াশোনার সাথে কোনো পরিচয় পর্যন্ত নেই। এমনই ভুল ধারণা পোষণ করে থাকেন অনেকে। এই বস্তাপচা ধারনা যে ভুল তা নিয়ে সম্প্রীতি মুখ খুলেছেন টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ তথা অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য (Tramila Bhattacharjee)।

tramila bhattyacharya 1

সংবাদ মাধ্যমের একটি সাক্ষাতকারে ত্রমিলা (Tramila Bhattacharjee) জানান বাবার মৃত্যুর পর অর্থ কষ্টের জেরে পড়াশোনা ছাড়তে হয় তাকে। টাকার জন্য পা রেখেছিলেন অভিনয় জগতে। ডিডি বাংলার ( DD Bangla ) ‘সীমারেখা’ ( Simarekha ) ধারাবাহিকের হাত ধরেই শুরু করেছিলেন অভিনয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ পান। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক মনে পাকা জায়গা করে নেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ চাকরি থেকে অর্থ মঙ্গলবার কার সৌভাগ্যের দরজা খুলবে? দেখে নিন আজকের রাশিফল

একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও ত্রমিলার ঝুরিতে বেশির ভাগই অবশ্য খলনায়িকার চরিত্র। বর্তমানে ‘মৌ এর বাড়ি’ ( Mou Er Bari ) নামক একটি ধারাবাহিকে অভিনয় করছেন। কিন্ত যত ধারাবাহিকেই তিনি অভিনয় করুন না কেন, জনপ্রিয় ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’য় ( Potol Kumar Gaanwala ) তার চরিত্রটি ছাপ ফেলে গিয়েছে দর্শকদের মনে। অনেকেই হয়ত জানেন না, দক্ষ অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী একজন  প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী।

tramila bhattyacharya 2

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে অকালে বাবাকে হারিয়ে কঠিন লড়াইয়ের মধ্যে বড় হয়েছেন তিনি। পড়াশোনার খরচ জোগাতে অভিনয় করেছেন। সবসময় পড়াশোনাকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। কমার্স নিয়ে স্নাতক করেন। এরপর বিয়ের পর, স্বামীর সাথে বিদেশে গিয়ে মিডিয়া স্টাডিজ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে স্নাতকোত্তর করেন তিনি। ব্যক্তিগত কারণের জন্য CA সম্পন্ন করতে পারেননি অকপটে জানান অভিনেত্রী। তিনি আরো জানান, “অনেক লোক মনে করে যে অভিনেতারা অশিক্ষিত এবং কখনও কখনও তাদের অবজ্ঞা করে। আমি মনে করি এটা ভুল প্রমাণ করার সময় এসেছে।”

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত বিজয়-সামান্থা, খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে




Leave a Reply

Back to top button