দু’বার ক্যান্সার আক্রান্ত হয়েও থামেননি ঐন্দ্রিলা, ভালোবেসে বরকে কোলে তুলে নিলেন এক পলকে

রুপোলি পর্দার একজন জনপ্রিয় তারকা হলেন ঐন্দ্রিলা শর্মা। বেশিরভাগ মেয়ের মত ছোটবেলা থেকে তিনিও স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে অভিনেত্রী হওয়ার। তবে তার পথ মোটেও সহজ ছিল না। তার স্বপ্নের পথে এসেছে বহু বাধা বিপত্তি। পরপর দুবার মারণ রোগ ক্যান্সারের সঙ্গে পায়ে পা দিয়ে লড়াই করেছেন তিনি। আর দুবারই ওই মারণ রোগকে হার মানিয়েছেন ঐন্দ্রিলা। তবে শরীরে দুবার ক্যান্সারের বাসা বাধা কি মুখের কথা! তার সাথেই কেমোথেরাপির ধকল। তবুও ঐন্দ্রিলা শর্মা বারংবার প্রমাণ করে দিয়েছে যে কোন কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। সম্প্রতি এরই প্রমাণ মিলল তার সোশ্যাল মিডিয়ায়, যেখানে প্রেমিক সব্যসাচীকে কোলে তুলেছেন ঐন্দ্রিলা ( Aindrila sharma spend sweet time with Sabyasachi Chowdhury ) ।
গত বছর ফেব্রুয়ারি মাসে ফের মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। যখন তিনি প্রথমবারের মতো এ খবরটি পেয়েছিলেন, তখন নিজেকে বিশ্বাস করাতে পারছিলেন না। খবর শোনা মাত্রই একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। ঐন্দ্রিলা নিজেকে বোঝাতে পারছিলেন না যে একবার ক্যান্সারে সম্পূর্ণ সেরে ওঠার পর আবার কিভাবে তার ক্যান্সার হতে পারে। তবে তার এই খারাপ সময়ে তিনি পাশে পেয়েছিলেন তার ভালোবাসার মানুষটিকে।
যখন ঐন্দ্রিলা দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন তখন তার প্রেমিক সব্যসাচীই তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। দিল্লি থেকে কলকাতার হাসপাতলে ওই কটা মাস অক্লান্ত ছোটাছুটি করতেন সব্যসাচী। নিয়ম করে প্রত্যেক মাসে মাসে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে আপডেট দিতেন তিনি। তার জন্যই সকল অনুরাগীরা ঐন্দ্রিলার স্বাস্থ্য সম্পর্কে জানতে পারত। সব্যসাচীর ভালোবাসার জোরে ডিসেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য ক্যানসারকে হারিয়ে জয়ী হন ঐন্দ্রিলা। সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন তিনি।
View this post on Instagram
এখন ঐন্দ্রিলাও সম্পূর্ণ সুস্থ, আর অপরদিকে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার সব্যসাচীরও কাজের চাপ সেরকম নেই। তাই দুজনে মিলেই একসাথে সময় কাটাতে বেরিয়ে পড়েছিলেন। ঘুরতে গিয়ে একে অপরের সাথে খুব সুন্দরভাবে সময় কাটিয়েছেন সব্যসাচী এবং ঐন্দ্রিলা। তার প্রমাণ ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়। ইনস্টাগ্রামে একটি পোস্টে দেখা যায় সব্যসাচীকে সোজা কোলে তুলে নিয়েছেন ঐন্দ্রিলা। ছবিতে দুজনের মুখেই ফুটে উঠেছে হাসি। ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা নিজেই নিজেকে শক্তিশালী বলেছেন।
আরও পড়ুন: “অভিনেত্রী মানেই পেটে বিদ্যা নেই!”,বস্তাপচা ধারণা ভাঙতে বিস্ফোরক পটলকুমার খ্যাত খলনায়িকা
এছাড়াও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। ক্যাপশনে তিনি লিখেছিলেন যে আবার নিজের ছন্দে ফিরে এসেছেন তিনি। তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা, প্রশংসাও করেছেন অনেকে। দু মাস আগে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসার জয়ের পর সেটাই তার প্রথম ক্যামেরার সামনে আসা। আর এবার শুধু তার সিরিয়ালে ফেরার অপেক্ষা। যার জন্য দিন গুনছে অনুরাগীরা।
আরও পড়ুন: কোমরে দড়ি পরে জেলে যাবেন অজয় শাহরুখ! ঘৃণ্য কাজের জেরে আইনি ঝামেলায় দুই সুপারস্টার