পায়ে ব্যাথা নিয়েও নাচ! ‛কিশমিশ’ সাকসেস পার্টিতে পায়ে চোট নিয়ে তুমুল নেচে ভাইরাল মিঠাই

অহেলিকা দও, কলকাতা : গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছিল দেব রুক্মিণীর ছবি কিশমিশ ( Kishmish )। গোলন্দাজ, টনিক থেকে শুরু করে কিশমিশও বক্স অফিসে সুপার ডুপার হিট। ছবিটির প্রতিটি গান যেমন দর্শকমহলে প্রশংসিত পেয়েছে ঠিক তেমনই প্রশংসিত হয়েছে অভিনেতা এবং অভিনেত্রীর অভিনয়। ২৫ দিন ধরে সফলতার সঙ্গে রীতিমতো রাজত্ব করছে বক্স অফিসে এই কিশমিশ ( Kishmish )।
View this post on Instagram
তাই এই বড়ো সাফল্যে ‘কিশমিশ’-এর ( Kishmish ) ২৫ দিনের সাকসেস পার্টি দিলেন দেব ও রুক্মিণী। কলকাতার একটি পাঁচতারা হোটেলে তার আয়োজন করা হয়েছিল। এই সাকসেস পার্টিতে দেব–রুক্মিণী ( Dev-Rukmini ) আমন্ত্রিত করেছিলেন টেলিপাড়ার একাধিক অভিনেতা–অভিনেত্রীদের। তাদের মধ্যে ছিলেন সকলের মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundoo ) সৌমীতৃষা যেমন দেবের ফ্যান তেমনই দেবের কাছেও মিষ্টি মেয়ে সৌমী খুবই আদরের।
View this post on Instagram
এদিনের সাকসেস পার্টিতে ( Kishmish ) খুশির মেজাজে দেখা মিলেছে সৌমীর। বেশ কিছু ছবি তো প্রকাশ্যে এসেছেই। তারই সঙ্গে জমিয়ে নাচ করতেও দেখা গেছে মোদক পরিবারের মিষ্টি বৌমা মিঠাইকে। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যর সঙ্গে বেশ মজায় নাচ করছেন সৌমীতৃষা। দর্শকরা অবাক যে সৌমীতৃষা পায়ে চোট নিয়েই দিব্যি নেচে গেছেন। আর এই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসেছে তার ভক্তরা। সৌমীতৃষার এই নাচের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
কিশমিশ–এর ( Kishmish ) সাকসেস পার্টিতে সৌমীতৃষা, প্রিয়াঙ্কা ছাড়াও দেখা মিলেছে অভিনেত্রী তৃণা সাহা অদ্রিজা রায় ঐশ্বর্য সেন সহ আরও অনেককে। প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকে সম্প্রতি মিলন হয়েছে মিঠাই ও সিদ্ধার্থের। ওমি আগরওয়ালের বোনের সঙ্গে স্যান্ডির বিয়ে নিয়ে এখন ব্যস্ত মোদক পরিবার। এখন দেখা যাক কি মোড় ঘুরিয়ে দেয় ধারাবাহিকের হল্লা পার্টির দল।
আরও পড়ুন…‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ
আরও পড়ুন…দু’বার ক্যান্সার আক্রান্ত হয়েও থামেননি ঐন্দ্রিলা, ভালোবেসে বরকে কোলে তুলে নিলেন এক পলকে