“শ্রাবন্তী টলিউডের সবচেয়ে বোকা অভিনেত্রী”, শুভশ্রী’র মন্তব্যে শত্রুতার গন্ধ নেটিজেনদের নাকে

মন্টি শীল, কলকাতা : বিভিন্ন সময়ে বিনোদন জগতের বিভিন্ন তারকা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। আর সেই আলোচনার অন্যতম কারণ হল প্রকাশ্যে করা কোনও মন্তব্য বা কোনও বিতর্কিত ঘটনা। আর এই থেকে বাদ যায়নি বলিউড থেকে টলিউড। সম্প্রতি এইরকমই এক বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Shubhshree Ganguly)। সম্প্রতি এই টলি অভিনেত্রী প্রকাশ্য এক রিয়ালিটি শো-তে আরও এক টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে বোকা বলে সম্বোধন করলেন।

কিন্তু এহেন মন্তব্য করার কারণ কি? সাধারণত ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা অভিনেত্রীদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। কিন্তু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই তত্ব সম্পূর্ণ রূপে ভিন্ন ছিল। টলিউডের জনপ্রিয় চার অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলীর মধ্যে ভীষণ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। যা রীতিমতো উপভোগ করতেন আপামোর টলিউড অনুরাগী মহল। কিন্তু সম্প্রতি জি বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো ‘অপুর সংসার’ (Apur Sangsar)এ রাজ পত্নী দাবি করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) একজন বোকা।

24c52

আরও পড়ুন ….পায়ে ব্যাথা নিয়েও নাচ! ‛কিশমিশ’ সাকসেস পার্টিতে পায়ে চোট নিয়ে তুমুল নেচে ভাইরাল মিঠাই
আরও পড়ুন ….খোঁড়া তারকা আর ‘চিঠি’ওয়ালির রসায়ন! পর্দায়ে আসছে প্রতীক-দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’

শুধু তাই নয়, শুভশ্রী টলি অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তিনি একজন ‘ইমোশনাল ফুল’। তবে এখানেই থেমে থাকেননি রাজ পত্নী। তিনি টলিউডের আরও দুই প্রতিষ্ঠিত সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান-কেও উদ্দেশ্য করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী অত্যন্ত ‘স্মার্ট’ এবং আরও এক জনপ্রিয় টলি অভিনেত্রী নুসরত জাহান ‘বড্ড বেশী চালাক’। অভিনেত্রীর এইরূপ মন্তব্যে দর্শক মহল খানিকক্ষণের জন্য উপভোগ করলেও, সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে জোর আলোচনা শুরু হয়।


আরও পড়ুন ….দু’বার ক্যান্সার আক্রান্ত হয়েও থামেননি ঐন্দ্রিলা, ভালোবেসে বরকে কোলে তুলে নিলেন এক পলকে

অভিনেত্রীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে অনুরাগী মহল থেকে। নানান রকমের কমেন্টস ও কটূক্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। যদিও এই সমস্ত বিষয় নিয়ে কান দিতে নারাজ অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এমনকি অভিনেত্রী শুভশ্রীও তার বৈবাহিক সম্পর্ক এবং পরিচালক রাজ চক্রবর্তীর বিধায়ক হওয়ার প্রসঙ্গ নিয়ে নেট পাড়াতে বেশ চর্চিত ছিলেন। তবে এইবার অভিনেত্রীর প্রকাশ্যে এহেন মন্তব্যে নেটিজেনদের বাড়তি অক্সিজেন জোগাতে সাহায্য করবে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button