আজ কি অফিসের ঝামেলাকে এড়ানো সম্ভব? কেমন যাবে আজকের দিন, জেনে নিন আপনার আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : বুধবার কর্মক্ষেত্রে বেরোনোর আগে জানতে চান কেমন যাবে আপনার আজকের সারাদিন। কার হতে চলেছে স্বপ্ন পূরণ। কার ভাগ্যে রয়েছে বিপুল আর্থিক উন্নতির সম্ভাবনা। আর কার ভাগ্যে বসতে চলেছে রাহু-কেতুর দোসর। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ বুধবার, ২৫ শে মে (৬ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতির অনুকূল সময়। ব্যবসার প্রতি সারাদিন সংশয়ের মধ্যে কাটাতে হতে পারে। সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পারে। সংসারের প্রতি ধৈর্য রাখতে হবে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন ঘটতে পারে। শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ দেখা যেতে পারে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ সংসারের কোনও এক বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়দের কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ রয়েছে। বুদ্ধি বিবেচনার সহিত কথা না বললে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
আরও পড়ুন ….চরিত্রের দোষেই বিয়ে হয়নি ভাইজানের! কার্ড ছেপেও ভেস্তে ছিল সলমনের বিবাহ অভিযান
আরও পড়ুন ….রণক্ষেত্রে স্যান্ডি! কিরণ-সিনেবাপের বচসার ঝড় থামাতে ব্রম্ভাস্ত্র তাঁর ঠোঁট কাটা মন্তব্য
• মিথুন রাশি
আজ পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। গৃহ নির্মাণ পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় নিয়ে মানসিক উদ্বেগের সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ শিল্পকার্যের সঙ্গে যুক্তদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। সন্তানের কাজের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের পুষে রাখা ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ ব্যবসায় বিনিয়োগ করে সুফল পেতে পারেন। উচ্চ শিক্ষায় উন্নতির যোগ রয়েছে। পুরোনো আশা ভঙ্গ হতে পারে। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। সন্তানের কাজে গর্ববোধ করবেন। অপরের প্ররোচনায় বিবাদ সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
আরও পড়ুন ….শাহরুখ-আমিরের জন্য শেষ হয়েছে জীবন! খানদের কাঠ গড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মিস ইন্ডিয়ার
• কন্যা রাশি
আজ আপনার নিকট বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। আইনি জটিলতায় অর্থ ব্যয় এর সম্ভাবনা রয়েছে। পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পুরোনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। উপহার স্বরূপ মূল্যবান জিনিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। হতাশার দরুন শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ কোনও এক বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখুন। পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরের বিবাহ সংবাদে আনন্দ পাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ কোনও বিশেষ কারণে মানসিক উদ্বেগ থাকলে তার দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে সমস্ত সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতির যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের অসুস্থতা নিয়ে উদ্বেগ দেখা যেতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
• ধনু রাশি
আজ ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বোধ করবেন। প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। সামাজিক কাজে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ শত্রু পরাক্রমশালী হয়ে উঠেতে পারে, সাবধানে থাকুন। পড়াশোনার ক্ষেত্রে অসফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ প্রতিবেশীর প্ররোচনায় সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। শত্রু পক্ষ থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্র পরিবর্তনের দরুন মানসিক চাপ বাড়তে পারে। অসৎসঙ্গের দরুন সংসারে ক্ষতির আশঙ্কা রয়েছে। দামি জিনিস খারাপ হতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
• মীন রাশি
আজ আপনার প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে বিপদের সম্মুখীন হতে হবে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।