ফুটবল কিং ‘রোনাল্ড’ নাকি ‘গাঁটছড়া’-র অন্ধ ভক্ত! অভিনেতার পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া

মন্টি শীল, কলকাতা : বিনোদনের এক এবং অন্যতম জগত হল বাংলা ধারাবাহিক। কাজের অবসরে দর্শক মহল একটুকরো বিনোদনের জন্য বেছে নেন। এতো প্রায় স্বাভাবিক ব্যাপার। তবে ধারাবাহিক ছাড়াও দর্শকদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হল খেলা। বিশেষত বাঙালি দর্শকদের কাছে ফুটবল। প্রায় প্রত্যেক বাঙালির রন্ধ্রে রন্ধ্রে বসে রয়েছে এই ফুটবল। কিন্তু জানেন কি? সম্প্রতি বিনোদনের এই দুই বিশিষ্ট ভাগ একসূত্রে বাঁধা পড়েছে। বুঝতে পারছেন না!
জানা গিয়েছে, ফুটবলের মহারথী রোনাল্ড নাকি বাংলা ধারাবাহিকের টপার ‘গাঁটছড়া’ (Gantchora) ধারাবাহিকের একজন অন্ধ ভক্ত। শুনে অবাক হলেন? কিন্তু সোশ্যাল মিডিয়া তাই বলছে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ড (Cristiano Ronaldo) বাংলা ধারাবাহিক গাঁটছড়া (Bengali serial Gantchora)-র একজন অন্ধ ভক্ত। এমনকি তিনি এই ধারাবাহিক নিয়মিত দেখেন। সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের সিংহ রায় পরিবারের মেজো ছেলে অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya chatterjee) সম্প্রতি তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন। তার তা থেকেই এই ধারনার জন্ম নিয়েছে।
আরও পড়ুন ….চরিত্রের দোষেই বিয়ে হয়নি ভাইজানের! কার্ড ছেপেও ভেস্তে ছিল সলমনের বিবাহ অভিযান
আরও পড়ুন ….রণক্ষেত্রে স্যান্ডি! কিরণ-সিনেবাপের বচসার ঝড় থামাতে ব্রম্ভাস্ত্র তাঁর ঠোঁট কাটা মন্তব্য
শুধু তাই নয়, জনপ্রিয় এই ফুটবল তারকা এই ভিডিওতে শুধু মাত্র ধারাবাহিকের প্রসংশা করেননি, তিনি রীতিমতো প্রসংশা করেছেন ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের। বিশেষত, ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গৌরব চট্টোপাধ্যায়’’ (Gourav chatterjee) এর। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও সামনে আসার পর অনুরাগী মহলে কার্যত হুলুস্থুলু কান্ড পড়ে গিয়েছে। কিন্তু, এখানেও ধারাবাহিকের নিত্য নতুন টুইস্ট এর মতো অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি টুইস্ট যোগ করেছেন।
View this post on Instagram
আরও পড়ুন ….শাহরুখ-আমিরের জন্য শেষ হয়েছে জীবন! খানদের কাঠ গড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মিস ইন্ডিয়ার
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওটি একটি ‘রিলস’ ভিডিও। দর্শক তথা ধারাবাহিকের সকল অভিনেতা রীতিমতো চমকে দিতে এই প্রয়াস করেছেন অভিনেতা। যদিও অভিনেতার এই কীর্তি দেখার পর শ্যুটিং সেটে রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে। এমনকি অভিনেতার এই দুষ্টু মিষ্টি পোস্টকে বেশ উপভোগ করেছেন নেট পাড়ার বাসিন্দারা। সম্প্রতি, বাংলা ধারাবাহিকের প্রকাশিত টিআরপি তালিকাতে এক্কেবারে শীর্ষ স্থান অর্জন করেছে এই ‘গাঁটছড়া’ ধারাবাহিক। দর্শক মহলেও বেশ জনপ্রিয় এই ধারাবাহিক তথা সকল অভিনেতা ও অভিনেত্রীরা। আর তার মধ্যে অভিনেতার এই মজাদার পোস্ট দর্শকদের মন জয় করতে সাহায্য করবে তা আর বলতে বাকি থাকে না।