মুক্তির পরেই শুরু বিতর্ক! ওড়না না থাকায় নেটপাড়ায় সমালোচিত খেলনাবাড়ির ‘মিতুল’

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক অর্থাৎ টেলিভিশন দর্শকদের বিনোদনের এক এবং অন্যতম অঙ্গ। সম্প্রতি এই বিনোদনের অঙ্গকে জোরদার করতে টেলিভিশনের একাধিক জনপ্রিয় চ্যানেলগুলি একের পর এক টুইস্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। তবে এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক শেষ হয়ে গেলেও, কিছু কিছু ক্ষেত্রে নিত্য নতুন গল্পের ঝুলি নিয়ে টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিকের আগমন ঘটছে। আর এই নতুন বা নবাগত ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি (Khelna bari)’।

খুব সম্প্রতি টেলিভিশনর জনপ্রিয় বিনোদন চ্যানেল জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা গিয়েছে, আরাত্রিকা মাইতি (Aratrika Maity)এবং টলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit ghosh) কে। এটি মুক্তি পাওয়ার পর দর্শক মহলে ইতিমধ্যেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু বলে বলে না, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্ক। এইবার এই বিতর্কের সম্মুখীন হলেন এই নবাগত ধারাবাহিকের অভিনেত্রী আরাত্রিকা মাইতি ওরফে ‘মিতুল’।

25c31

আরও পড়ুন ….ফুটবল কিং ‘রোনাল্ড’ নাকি ‘গাঁটছড়া’-র অন্ধ ভক্ত! অভিনেতার পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন ….চরিত্রের দোষেই বিয়ে হয়নি ভাইজানের! কার্ড ছেপেও ভেস্তে ছিল সলমনের বিবাহ অভিযান

ধারাবাহিককে দেখা গিয়েছে, মুখ্য চরিত্র মিতুল ওরফে আরাত্রিকা মাইতি(Aratrika maity) কে দেখা গিয়েছে তিনি একজন গ্রাম্য পরিবেশের মেয়ে। কৃষ্ণনগরের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে মিতুল মাটির পুতুল বিক্রি করে তার সংসার চালান। আর নেটিজেনদের ঠিক এই জায়গাতেই আপত্তি। তাদের বক্তব্য, মিতুল যদি একজন গ্রাম্য পরিবেশের মেয়ে হন তবে তার চালচলন গ্রাম্য পরিবেশের মতো নয় কেন? ধারাবাহিকে দেখা গিয়েছে, তিনি হাটে বাজারে মাটির তৈরী পুতুল বিক্রি করছেন। কিন্তু সেই সময় তার সালোয়ার কামিজের ওড়না কোথায়।

25c32

আরও পড়ুন ….রণক্ষেত্রে স্যান্ডি! কিরণ-সিনেবাপের বচসার ঝড় থামাতে ব্রম্ভাস্ত্র তাঁর ঠোঁট কাটা মন্তব্য

ধারাবাহিকের এই দৃষ্টি কটু মুহূর্তকে তুলে ধরে নেটিজেনরা আরও বলেছেন, ধারাবাহিকের মিতুল চরিত্রের জন্য আরাত্রিকা মাইতি এক্কেবারেই পছন্দ করছেন না তারা। তাদের দাবি অবিলম্বে এই চরিত্রে বদল আনা আবশ্যিক। কর ন এটি গ্রাম বাংলার সংস্কৃতি বিরোধী। এমনকি উদাহরণস্বরূপ নেট পাড়ায় বাসিন্দারা বলেছেন, গ্রাম বাংলার মেয়ে মিতুল হাটে বাজারে পুতুল বিক্রি করার সময় ওড়না নিচ্ছেন না, অথচ ‘লালকুঠি’ ধারাবাহিকের বিদেশ ফেরত অনামিকা সালোয়ার কামিজে ওড়না ব্যবহার করেন। যদিও এই সমস্ত বিষয় সামনে আসার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এমন ছোট কিন্তু বিতর্কিত ঘটনা আদৌ রুখতে পারবে ধারাবাহিকের টিম নাকি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাবে ‘খেলনা বাড়ি’।




Leave a Reply

Back to top button