চার বছর পর প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাশ! টলিপাড়ায় শুরু জোর আলোচনা

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক, বিনোদনের স্বার্থে প্রথমেই দর্শকদের মনে এই নামটি ভেসে ওঠে। টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিক সম্প্রচারিত হয় যারা দর্শকদের মনোরঞ্জন করে থাকেন। আর এই মনোরঞ্জনের এক ও অন্যতম নাম হল জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena ganguly)। বাংলার এই বিশিষ্ট জনপ্রিয় লেখিকা বাংলার টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন। এইবার খুব শীঘ্রই এই লেখিকার অন্যতম সৃষ্টি বাংলা ধারাবাহিক ‘মোহর’ (Mohore) সম্প্রচারিত হতে চলেছে।

সম্ভবত স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই আসন্ন ধারাবাহিকটি। যাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে দর্শক মহলে। আর সম্প্রতি এই ধারাবাহিক সম্পর্কিত মুখ্য চরিত্রের নামও ঘোষণা করা হয়েছে। ধারাবাহিকে মুখ্য অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সোনামণি সাহা কে এবং মুখ্য অভিনেতার চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি ঘোষকে। তবে এতো ছিল মুখ্য চরিত্রের কাহিনী। এইবার আসা যাক ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে। যদিও ইতিমধ্যেই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় দর্শকদের উদ্দেশ্যে এক নতুন চমক নিয়ে হাজির হয়েছেন।

25c42

আরও পড়ুন ….বৌ বিদায় হতেই পরিবারে আনলেন নতুন সদস্য, এবার কিনবেন বাড়ি
আরও পড়ুন ….মুক্তির পরেই শুরু বিতর্ক! ওড়না না থাকায় নেটপাড়ায় সমালোচিত খেলনাবাড়ির ‘মিতুল’

কিন্তু কি সেই চমক? জানা গিয়েছে, লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অর্থাৎ দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাশ (Aparajita ghosh das)-কে। জানা গিয়েছে এই টেলি অভিনেত্রী প্রায় দীর্ঘ চার বছর পর এক লম্বা বিরতি পর্ব কাটিয়ে টেলিভিশনের জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন। এই টেলি অভিনেত্রীর সর্বশেষ অভিনিত বাংলা ধারাবাহিক হল ‘কুসুম দোলা’ (kusum dola)।

আরও পড়ুন ….ফুটবল কিং ‘রোনাল্ড’ নাকি ‘গাঁটছড়া’-র অন্ধ ভক্ত! অভিনেতার পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া

অভিনেত্রীর অভিনিত এই শেষ ধারাবাহিক অর্থাৎ ‘কুসুম দোলা’ থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। সাধারণত এই টেলি অভিনেত্রীকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর অপরাজিতা কুসুম দোলাতে জনপ্রিয় হয়েছিলেন তার এই খল চরিত্রের দরুন। তবে এই আসন্ন ধারাবাহিকে তার চরিত্র কী হতে চলেছে এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি ধারাবাহিক কর্তৃপক্ষের তরফে। তবে অভিনেত্রীর প্রত্যাবর্তনে দর্শক মহল যে উৎসাহিত তা ইতিমধ্যেই আভাস পাওয়া গিয়েছে। তবে শোনা গিয়েছে, অভিনেত্রী টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকলেও একেবারেই বিদায় জানাননি বিনোদন জগতকে। অভিনেত্রীকে টলিউডের জনপ্রিয় সিনেমা ‘পোস্ত’, ‘রাজকাহিনী’ সহ একাধিক সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।




Leave a Reply

Back to top button