লক্ষীবারে কার ভাগ্যে লক্ষীযোগ! কাজে যাবার আগে দেখে নিন আপনার রাশিফল

মন্টি শীল, কলকাতা : বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষীবার। আর এই লক্ষীবারের পবিত্র দিনে দিন শুরু করার আগে জানতে চান কেমন কাটবে আপনার আজকের সারাদিন। কার ভাগ্যে রয়েছে বিপুল সম্পদের মালিকানা, কার ভাগ্যে রয়েছে মা লক্ষীর আশীর্বাদ। কোন পথে আপনি পাবেন সফলতা। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ বৃহস্পতিবার, ২৬ শে মে (৭ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।
• মেষ রাশি
আজ আপনার সন্তানের কোনও এক বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। আবেগের বশে করা কাজের দরুন বিপদ ঘটতে পারে। আকস্মিক অর্থ ব্যয়ের দরুন মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।
• বৃষ রাশি
আজ আপনি কোনও ব্যক্তিকে পরামর্শ দান থেকে বিরত থাকুন। নিকট বন্ধুর দরুন সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। মনোবলের দরুন ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।
আরও পড়ুন ….মনের মতো বই পাবেন বাস স্টপে, এবার বাস স্টপে বইয়ের র্যাক রাখবেন আলিমুদ্দিনের তৌসিফ
আরও পড়ুন ….বিশেষ দিনের বিশেষ চমক, ভক্তদের কাছে পায়েস খেয়েই জন্মদিন পালন উচ্ছেবাবুর
• মিথুন রাশি
আজ জলপথ পরিবহন থেকে দূরত্ব বজায় রাখুন, বিপদের আশঙ্কা রয়েছে। চাকরি নিয়ে মানসিক অশান্তি বজায় থাকবে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের কোনও এক জটিল সমস্যার সমাধান ঘটতে পারে। নেশার দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• কর্কট রাশি
আজ আপনার মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। অতিরিক্ত রাগের জন্য বিপদ ঘটতে পারে। অপর ব্যক্তির জন্য অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মধ্যম বর্গীয় ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।
• সিংহ রাশি
আজ বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের দরুন সংসারের প্রতি অবহেলা তৈরি হবে। কর্মচারীর ভুলে ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা থেকে বিরত থাকুন। কোনও এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে আলোচনা হতে পারে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।
আরও পড়ুন ….বয়সই হয়ে দাঁড়াল বাধা, বাচ্চা বউয়ের সাথে বিচ্ছেদের পথে অরিন্দম! ‘গোধূলি আলাপ’ এ নয়া মোড়
• কন্যা রাশি
আজ প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের ভিতর দুঃচিন্তা তৈরি হতে পারে। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বাড়তি অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।
• তুলা রাশি
আজ গান-বাজনার সঙ্গে যুক্ত কলাকুশলীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি কেনা-বেচার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী-এর কোনও এক কাজের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।
• বৃশ্চিক রাশি
আজ প্রিয়জনের কাছ থেকে দূরত্ব তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। নতুন কাজের প্রতি মনোযোগী হতে পারেন। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্ত্রী-এর দরুন মানসিক চাপ বাড়তে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।
• ধনু রাশি
আজ প্রেমের দরুন সংসারের বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মধ্যম বর্গীয় ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ের উন্নতি নিয়ে বাবা-মা এর সঙ্গে আলোচনা। অতিরিক্ত রাগের দরুন রক্ত চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।
• মকর রাশি
আজ আপনার ব্যবসায়ে জটিলতা তৈরী হতে পারে। অচেনা ব্যক্তির উপকার করে সম্মানিত হবেন। সন্তানের কাজে গর্ববোধ করবেন। বুদ্ধির জোরে শত্রু দমনে সক্ষম হবেন। ভ্রমণ বিষয়ক পরিকল্পনা হতে পারে। বাড়ির কাজে ঋণ নিতে হতে পারে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।
• কুম্ভ রাশি
আজ ভালো কাজ করার পরেও সুনাম পেতে ব্যর্থ হবেন। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। অসৎ সঙ্গ থেকে দূরত্ব বজায় রাখুন। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। অপরিচিত ব্যক্তির উপকার করে মানসিক শান্তি পাবেন। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।
• মীন রাশি
আজ পড়াশোনার ক্ষেত্রে কোনও উচ্চ পদস্থ সহায়তা পেতে পারেন। নিকট বন্ধুর তৎপরতায় গুরুতর বিপদ থেকে মুক্তি পাবেন। প্রেমে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। শত্রুর দরুন ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।