জীবনে মা-বাবার আগেও জায়গা ছিল প্রেমিকের, বিদিশা মৃত্যু তদন্তে উঠে এল নতুন নাম

বাংলার বিনোদন জগৎ জুড়ে ছেয়ে গেছে শোকের ছায়া। গত ১৬ মে আত্মহত্যা করেছিলেন বাংলা জনপ্রিয় একজন রুপোলি পর্দার তারকা পল্লবী দে। তার মৃত্যুশোকে আচ্ছন্ন ছিল গোটা বিনোদন জগৎ। আর সম্প্রতি পল্লবী দে-র মৃত্যুর শোক কাটতে না কাটতেই টলিউডে আবারও ঘনিয়ে এল শোকের ছায়া। জানা গেছে আত্মহত্যা করেছেন মডেল উঠতি অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumder)। তবে কেন আত্মহত্যার মত পথ বেছে নিলেন বিদিশা? পল্লবীর মত তিনিও কি সম্পর্কের টানাপোড়েনের জন্যই আত্মহত্যার পথ বেছে নিলেন? সম্প্রতি এসব নিয়ে মুখ খুললেন বিদিশার বান্ধবী দিয়া দাস।

বিদিশার খুব কাছের একজন বান্ধবী হলেন দিয়া দাস। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে বিদিশা এবং দিয়ার মধ্যে কথোপকথনও চলছিল। সেই কথোপকথনের মাঝে নিজের জীবনের অনেক ঘটনাই দিয়াকে বলেছিলেন বিদিশা। দিয়াকে তিনি লিখেছিলেন যে একজন বিশেষ মানুষ কে ছাড়া নাকি তিনি বাঁচবেন না ( Police find out bidisha Dey Majumder boyfriend name ) । সেই কথোপকথনে বিদিশা এও বলেন যে নিজের মা-বাবার থেকেও সেই মানুষকে বেশি ভালোবাসেন তিনি। আর এবার বিদিশার আত্মহত্যার পর এই নিয়ে মুখ খুললেন দিয়া।

img 20220526 193634

বিদিশার বান্ধবী দিয়া এ প্রসঙ্গে জানান যে বিদিশার জীবনেও এক যুবকের আগমন ঘটেছিল। বিদিশা যেখানে জিমে যেতেন, সেখানেই অনুভব বেরা নামে এক যুবকের সাথে পরিচয় হয়েছিল তার। আর এখান থেকেই মেদিনীপুরের সেই যুবক অনুভব বিদিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অনুভবের সম্পর্কে দিয়াকে অনেক কথাই বলতেন বিদিশা। দিয়া জানিয়েছেন অনুভবকে নাকি প্রচন্ড পরিমানে ভালোবাসতেন বিদিশা। কিন্তু কিছুদিন আগেই বিদিশা জানতে পারেন যে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে অনুভবের। আর এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন বিদিশা।

img 20220526 193453

আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরল অনন্যা! গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর

বুধবার নাগেরবাজারের ভাড়া বাড়ি থেকেই বিদিশার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সাথে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়, যেখানে কোনও ব্যক্তির নামই উল্লেখ ছিল না। নোটে লেখা ছিল নিজের শারীরিক অসুস্থতা এবং পেশাগত চাপের জন্যই সুইসাইড করেছেন তিনি। এরপর তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়। এখন সেই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে তদন্তকারীরা। এছাড়াও বিদিশার ফোন ঘেঁটে প্রেম সম্পর্কিত বহু তথ্যের হদিস মিলেছে। এমনকি সেই যুবক অনুভবেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত পল্লবী দে-র মৃত্যুর পর বিদিশা পল্লবীর একটি ছবি পোস্ট করে লিখেছিলেন যে এটা আশা করেননি তিনি। আর তার এক সপ্তাহ বাদেই যে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন এটাও কেউ মেনে নিতে পারছে না।

আরও পড়ুন: গেম খেলার সময় ঘটল বিপত্তি! ২৮ বছরে যুবকের পশ্চাতে সাপের আঘাত, ঘটনায় চাঞ্চল্য




Leave a Reply

Back to top button