প্রেম থেকে চাকরি! এই রাশির জাতকদের সবদিকেই মিলবে সফলতা, একনজরে আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা : শুক্রবার, অর্থাৎ সপ্তাহের শেষ লগ্নে এসে জানতে চান কার জীবনে আসবে সুখের চাবিকাঠি। প্রেম থেকে দাম্পত্য জীবন, চাকুরি থেকে ব্যবসা কার জীবনে ফিরবে সুখের বাতাবরণ। এই সমস্ত বিষয় নিয়ে বিশদে জানতে হলে আজ শুক্রবার, ২৭ শে মে (৮ ই জৈষ্ঠ্য) ২০২২, এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল।

• মেষ রাশি
আজ আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে। সংসারের ছোট খাটো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় ব্যক্তির কারণে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। পরিবারের গুরুজনের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। আপনার শুভ রত্ন লাল প্রবাল। শুভ রং লাল।

• বৃষ রাশি
আজ আপনার কোনও ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ে প্রতিযোগিতা দেখা যেতে পারে। নিজের ভুলে কাজে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমে জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। নিকট ব্যক্তির কাছ থেকে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার প্রতি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন সাদা প্রবাল। শুভ রং সাদা।

27c12

আরও পড়ুন ….সুখবর! ফের ছোটো পর্দায় ফিরছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী
আরও পড়ুন ….জীবনে মা-বাবার আগেও জায়গা ছিল প্রেমিকের, বিদিশা মৃত্যু তদন্তে উঠে এল নতুন নাম

• মিথুন রাশি
আজ ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবাদি হওয়ার দরুণ কর্মক্ষেত্রে জটিলতা তৈরীর সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত পরিশ্রমের দরুন মানসিক চাপ বাড়বে। একাধিক পথে অর্থ উপার্জনের যোগ রয়েছে। জটিল রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। ভালো কাজের দরুন উপহাস জুটতে পারে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• কর্কট রাশি
আজ আপনার গৃহ নির্মাণ সম্পর্কিত পরিকল্পনা সফল হতে পারে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নিকট বন্ধুর কাছ থেকে অসম্মানিত হবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। পরিশ্রমের পরেও দিনের শেষে খালি হাতে ফিরতে হতে পারে। আপনার শুভ রত্ন মুনস্টোন। শুভ রং সাদা।

• সিংহ রাশি
আজ কর্মক্ষেত্রে অগ্রগতির পথে বিঘ্ন ঘটতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অসৎ সঙ্গ থেকে দূরত্ব বজায় রাখুন। মাত্রাতিরিক্ত আবেগের বশে কাজে ক্ষতির আশঙ্কা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ধৈর্য রাখলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন রুবি স্টার। শুভ রং কমলা।

16c13

আরও পড়ুন ….মৃত্যুর মুখ থেকে ফিরল অনন্যা! গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর

• কন্যা রাশি
আজ দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। কোনও এক বিষয় নিয়ে ভ্রাতৃবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়ে উদ্বেগ থাকলেও সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রত্ন পান্না। শুভ রং সবুজ।

• তুলা রাশি
আজ আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। নীতিগত সিদ্ধান্তে মূল থাকার দরুন বিপদ ঘটতে পারে। নিকট বন্ধুর দরুন ক্ষোভের সৃষ্টি হতে পারে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী এর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে। অনেক দিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। শুভ রত্ন হিরে।

• বৃশ্চিক রাশি
আজ সাবধানতার সঙ্গে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও এক বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে বিবাদ হতে পারে। ব্যবসায়ে উদ্বেগ দেখা যেতে পারে। পুরোনো পাওনা আদায় হতে পারে। চাকরি ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং কালচে লাল। শুভ রত্ন প্রবাল।

• ধনু রাশি
আজ ব্যবসায়ে মহাজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। প্রেমে নতুন যোগসূত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে হওয়া বিবাদের জেরে মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। ঠাকুরের কাজে দান করে মানসিক শান্তি পাবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা তৈরী হতে পারে। আপনার আজকের শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ।

• মকর রাশি
আজ আপনার ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপথ পরিবহনে বিপদের আশঙ্কা রয়েছে। বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক ব্যায় বৃদ্ধির জন্য সঞ্চয়ে ঘাটতি হতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থেকে মানসিক শান্তি পাবেন। পথ চলতি ব্যক্তির সঙ্গে বিবাদে লিপ্ত হবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা।

• কুম্ভ রাশি
আজ আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে। বিজ্ঞান গবেষণায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে চাপ সৃষ্টি হতে পারে। কোনও এক বিষয় নিয়ে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। আজ আপনার শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা।

• মীন রাশি
আজ ব্যবসায়ে ভালো সুযোগ আসতে চলেছে। ভালো কাজের দরুন পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল সিদ্ধান্তের দরুন অনুশোচনা বাড়তে পারে। পড়াশোনার প্রতি বিষন্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন। হলুদ রঙ হল আপনার আজকের শুভ রং। শুভ রত্ন পীত মুক্তা।




Leave a Reply

Back to top button