“আমি বিদিশার মতো করব”, বিদিশাকে ভালোবেসে আত্মহত্যা পাটুলির মডেল অভিনেত্রীর

মন্টি শীল, কলকাতা : ফের আরও এক বিষন্নতার ছায়া নেমে এল টলিউডে। বিনোদনের জগত ছেড়ে একের পর এক মডেল অভিনেত্রী চলে যাচ্ছেন না ফেরার দেশে। অভিনেত্রী পল্লবী দে, বিদিশা দে মজুমদারের (Bidisha de Majumdar) আকস্মিক মৃত্যুর পর এইবার আত্মহত্যার পথ বেছে নিলেন টলিউডের তরুণ জনপ্রিয় মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগী (Manjusha Neogi)। আজ সকাল বেলা তার বাড়ি উদ্ধার করা হয় অভিনেত্রীর ঝুলন্ত মৃত দেহ।

জানা গিয়েছে, বেশ কিছু দিন যাবত মানসিক অবসাদে ভুগছিলেন টলিউডের এই তরুণ মডেল অভিনেত্রী। শোনা গিয়েছে, ব্যক্তি গত জীবনের সঙ্গে সঙ্গে ছিল পেশাগত জীবনের চাপও। তার মধ্যে অভিনেত্রীর নিকট বন্ধু তথা টলিউডের সদ্য প্রয়াত তরুণ মডেল অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনা মন থেকে মেনে নিতে পারেননি অভিনেত্রী মঞ্জুষা নিয়োগী (Manjusha neogi)।

27c42

আরও পড়ুন ….সুখবর! ফের ছোটো পর্দায় ফিরছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী
আরও পড়ুন ….জীবনে মা-বাবার আগেও জায়গা ছিল প্রেমিকের, বিদিশা মৃত্যু তদন্তে উঠে এল নতুন নাম

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিকট বন্ধু বিদিশা মৃত্যু শোক মেনে নিতে পারেননি তিনি। এমনকি ঘনিষ্ঠ মহলে তিনি একাধিকবার দাবিও করেছিলেন, যে ‘তিনিও বিদিশা-র মতো কাজ করবেন।’ শোনা গিয়েছে, মানসিক ভাবে বিপর্যস্ত মঞ্জুষা গত তিন চার দিন আগে কলকাতার পাটুলির বাড়িতে এসেছিলেন। সেখান থেকেই তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন ….মৃত্যুর মুখ থেকে ফিরল অনন্যা! গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর

ইতিমধ্যেই অভিনেত্রীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাটুলি থানার পুলিশ। অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু আসলে মানসিক অবসাদ থেকে, নাকি প্ররোচনার কারণে সম্পূর্ণটা তদন্তের মারফত খতিয়ে দেখছে পুলিশ। তবে একের পর এক এই টলিউডে তরুণ অভিনেত্রীদের অকাল প্রয়ানের শোকের ছায়া নেমে এসেছে বিনোদনের এই অন্যতম পীঠস্থানে। এমনকি নেট দুনিয়াতেও এই নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে, যে বারংবার কেন বিনোদনের জগতে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে।




Leave a Reply

Back to top button