ভক্তদের মন ভেঙে সাত পাকে ঋতজিৎ! নববধূর সঙ্গে প্রকাশ পেল ছবি

জয়িতা চৌধুরী, কলকাতা: খুব বেশিদিন হয়নি জি বাংলায়ে ( Zee Bangla ) শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লালকুঠি’( Lal Kuthi )। কিন্ত ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁই ছুঁই এই মেগা সিরিয়ালটির। মূল আকর্ষণের একাধারে রয়েছে রাহুল- রুকমা জুটি, অন্যদিকে রয়েছে গল্পে ভয় আর রহস্যের হাতছানি। তাই জন্যই এই মুহূর্তে সিরিয়ালপ্রেমীদের আলোচনার শীর্ষে ধারাবাহিকটি। তবে এসবের মাঝেই খবর বিয়ে করেছেন ‘লালকুঠি’ র এক অভিনেতা ঋতজিৎ চ্যাটার্জী ( Hritojeet Chatterjee) ওরফে শোর্য।

hritojeet chatterjee wedding 2

খুব একটা বেশি সংখ্যক ধারাবাহিকে কাজ না করলেও নিজের গুড লুকসের জন্য দর্শকমহলে বেশ জনপ্রিয় এই অভিনেতা। কিছুদিন আগেই দিদি নাম্বার ১ –এর সিরিয়াল স্পেশাল পর্বে এসেছিলেন ঋতজিৎ চ্যাটার্জী। সঙ্গে ছিলেন তাঁর হবু বউ অর্পিতা তিওয়ারি। দিদি নাম্বার ১ ( Didi No. 1 ) –এর সেই স্পেশাল পর্বে শোয়ের সঞ্চালক রচনা ব্যানার্জি ( Rachana Banerjee ) দুজনকে আইবুড়ো ভাতও খাওয়ান। রচনা ব্যানার্জি তাদের সম্পর্কের শুরুর কথা জানতে চাইলে অভিনেতা জানান বহুদিন তারা একে অপরকে চেনেন। তারা বেশ কয়েক বছর যাবৎ ডেটও করছেন।

didi no 1

আরও পড়ুনঃ Pather Panchali : বেনজির উদ্যােগ! অনীক দত্তের পর ‘পথের পাঁচালী’ পরিচালনায় ভবানীপুর থানা

ঋতজিৎ (Hritojeet Chatterjee) আরও জানান এক নিকট বন্ধুর সৌজন্যে আলাপ হয় অর্পিতা এবং তার। সেখান থেকেই বন্ধুক্ত আর তারপর প্রেম। সম্পর্কের গভীরতা যখন বাড়ে দুই জুটি
ঠিক করেন সাত পাকে বাঁধা পড়ার। গতকাল বৃহস্পতিবার অর্পিতাকে দেখা যায় লাল টুকটুকে বেনারসি শাড়িতে। কপালে সিঁদুর, নাকে নথ, মাথায় টিকলি, গলায় রজনীগন্ধার মালা- এসবের সম্ভারে অর্পিতা হয়ে উঠেছিলেন একেবারে অনন্যা। অর্থাৎ দীর্ঘ দিনের সম্পর্ক পরিণতি পেয়ে নতুন জীবনে প্রবেশ করলেন ঋতজিৎ ও অর্পিতা।

hritojeet chatterjee wedding

আরও পড়ুনঃ বান্ধবীকে বউ বলে সম্বোধন! বিদিশা কি তবে উভকামী, নেটমহলে উঠছে প্রশ্ন

লাল কুঠি ( Lal Kuthi ) ধারাবাহিকে বিক্রম অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বড় ভাই শৌর্য। তিনি দস্তিদার ফ্যামিলির ব্যবসার কাজ সামলালেও, নাম হয় শুধু তার ভাই বিক্রমের। এই নিয়ে একটা চাপা অসন্তোষ রয়েছে শৌর্যের মনে। শুটিং করতে করতেই ঋতজিৎ নিজের প্রোফাইলে নানা বিটিএস মুহূর্ত শেয়ার করে থাকেন। সকলে মিলে যে ফাটিয়ে মস্তি করেন লালকুঠির সেটে তা এই ভিডিয়ো আর ফোটোগুলো দেখলেই বোঝা যায়।

hritojeet chatterjee wedding 3

এই মুহূর্তে অভিনেতা কাজ করছেন লালকুঠি ধারাবাহিকে। এর আগে ঋতজিৎ চ্যাটার্জী কাজ করেছেন একাধিক বাংলা সিরিয়ালে (Bangla Serial )। উল্লেখ্য ‘আমার দূর্গা’ ( Amar Durga ) , স্টার জলসার ( Star Jalsha ) ‘মন ফাগুন’ ( Mon Fagun )। তবে অভিনেতার বিয়ের খবরে মন ভেঙেছে তাঁর মহিলা ভক্তদের। তবে অভিনেতার ইন্সটাগ্রাম ( Instagram ) ও ফেসবুকের ( Facebook ) প্রোফাইলে উপছে উঠেছে শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায়ে।

আরও পড়ুনঃ মাখোমাখো প্রেমে মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা! টানা ১১ বছরের মধুর সম্পর্কে এখনও পড়েনি ফাটল




Leave a Reply

Back to top button