১৩তে বিয়ে, ১৫তে মা! পেটে ভাত জোটাতে দাদা প্রসেনজিতের সঙ্গে বিক্রি করতেন চা

অহেলিকা দও, কলকাতা : বাংলা ইন্ডাস্ট্রি বললেই প্রথমেই যার নাম মাথায় আসে তিনিই হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee )। এত খ্যাতি থাকা সত্ত্বেও এই মানুষটাই কিন্তু জীবনের একটা সময় কাটিয়েছেন অর্থকষ্টে। বিশ্বজিৎ চট্টোপাধ‍্যায় ( Biswajit Chatterjee ) থেকে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় টলিউডের ফিল্মি পরিবার। তবে এখন টলিউডে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। বোন পল্লবী চট্টোপাধ‍্যায় ( Pallabi Chatterjee ) এক সময় অভিনয় করলেও অনেক দিন হল নিয়েছেন অবসর।

কিন্তু তারকাদের জীবন বাইরে থেকে যতটা গ্ল্যামারেস দেখায়, বাস্তবটা কিন্তু অনেক সময়ে নাও মিলতে পারে।  আজ চট্টোপাধ‍্যায় পরিবারের ঠাঁটবাট দেখার মতো। কিন্তু একটা সময়ে ‘ইন্ডাস্ট্রি’কেও দু পয়সা রোজগারের জন‍্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। কয়েক বছর আগে জনপ্রিয় টেলিভিশন শো ‘অপুর সংসার’এ এসে নিজেদের অতীত জীবনের স্ট্রাগলের কথা তুলে ধরেছিলেন পল্লবী ( Pallabi Chatterjee )। পুরনো পর্বের ভিডিও গুলি আবার নতুন করে ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। পল্লবীর পর্বটিও তেমন নতুন করে নজর কেড়ে নিয়েছে অনুরাগীদের।

pallabi chatterjee

অনেক কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল প্রসেনজিতের বোনের। তাঁর যখন মাত্র ১৩ বছর বয়স তখনই জীবনের নতুন ধাপে পা রাখেন পল্লবী ( Pallabi Chatterjee )। বিয়ে হয় নিজের মায়েরই মামাতো ভাইয়ের সঙ্গে। মা হন মাত্র ১৫-১৬ বছর বয়সে। তবে পড়াশোনা ছাড়েননি তিনি। শ্বশুরবাড়ি থেকেই পড়াশোনা, সঙ্গীত শিক্ষা সবটাই চালিয়েছেন।

আজ যারা টলিউডের অন‍্যতম স্তম্ভ তাদেরই এক সময় চা বিক্রি করে সংসার টানতে হয়েছে। বড় একটি ডেচকিতে চা বানিতেন পল্লবী ( Pallabi Chatterjee )। দমদমের রাস্তায় চা বিক্রি করতেন প্রসেনজিৎ। যে টাকাটা রোজগার হত সমস্তটা তুলে দিতেন মায়ের হাতে। ভাই বোন মিলে ছোট থেকেই সংসারে সাহায‍্য করেছেন।

আরও পড়ুন…স্মৃতি ইরানির জন্মদিনে মৌনীর শুভেচ্ছা বার্তা, পূর্ণতা পেল অনস্ক্রিন কেমিস্ট্রি

এখানেই শেষ নয়। ওই শো তেই পল্লবী জানিয়েছিলেন, এক সময়ে ট‍্যাক্সি চালানোর কাজও করেছেন তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে খুব কম বয়সে কলকাতা এসেছিলেন। কাজ না মেলায় ট‍্যাক্সি চালিয়েই রোজগার করেছেন। আজ অবশ‍্য জীবনে কোনো না পাওয়া নেই প্রসেনজিৎ পল্লবীর ( Pallabi Chatterjee )। যতটা কষ্ট আগে করেছেন, সুখ ফেরত পেয়েছেন তার অনেক গুণ বেশি। পল্লবীর কথায়, ‘সেই সময় কেন এখনও মনে হয় আমি আমার নিজের টার্মসে বেঁচেছি। লড়াই করেছি নিজের জন্য।’

আরও পড়ুন…জিরো নয়, মোটা ফিগারে কাঁপাচ্ছেন বিনোদন জগৎ! এক নজরে দেখে নিন এই ৩ দক্ষিণী অভিনেত্রীদের




Leave a Reply

Back to top button