ফের বাবা হতে চলেছেন Hrithik Roshan! হাঁটুর বয়সী প্রেমিকার বেবি বাম্প দেখে শোরগোল নেটপাড়ায়

রাখী পোদ্দার, কলকাতা : বলিউডে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে হ্যান্ডসাম হাঙ্ক হৃত্বিক আর সাবার প্রেম কাহিনী ঘিরে। নিজেদের সম্পর্ক নিয়ে তেমন ভাবে মুখ না খুললেও, মাঝে মাঝেই একসাথে দেখতে পাওয়া দুজনকে। একাধিক বার দুজনকে একসাথে দেখা গিয়েছে মুম্বইয়ের ( Mumbai) বিভিন্ন রেস্তোরাঁয়। প্রথমে সাবা নিজেকে আড়াল করার চেষ্টা করলেও পরবর্তীকালে বেশ স্বচ্ছন্দ‍্যেই ঘুরে বেরিয়েছেন হৃতিকের রোশনের সঙ্গে। এমনকি গোয়াতেও গিয়েছিলেন দুজনে একসঙ্গে। তবে সম্প্রতি করণ জোহরের ( Karan Johar) ৫০তম জন্মদিনের পার্টিতে যুগল হিসেবে প্রবেশ করে রীতিমতো দর্শক মহলকে চমকে দিয়েছেন এরা। এই প্রথমবার পার্টির রেড কার্পেটে একসঙ্গে হাতে হাতে রেখে দেখা গেল এই জুটিকে ( Hrithik Roshan and Saba Azad)।

 

বুধবার যশ রাজ স্টুডিওতে বসেছিল চাঁদের হাট। করণের ( Karan Johar) ৫০তম জন্মদিন উপলক্ষে প্রায় গোটা বলিউড উপস্থিত হয়েছিল সেখানে। জুটিতে এসেছিলেন ভিকি ক‍্যাটরিনা, রিতেশ জেনেলিয়া, সইফ করিনা ছাড়াও বিভিন্ন বলি তারকারা। তবে সকলের মধ্যে আলাদা করে নজর কাড়েন হৃতিক ও সাবা ( Hrithik Roshan and Saba Azad)। খুব সাবলীল ভাবে ক্যামেরার সামনে পোজ দিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা যেন আরও খানিকটা উস্কে দিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন : বয়স বাড়লেও কমেনি দাদার রূপের ঝলক! সর্ব সম্মুখে নিজেই ফাঁস করলেন সৌন্দর্য্যের কারণ

picsart 22 05 27 18 54 18 731
Hrithik Roshan and Saba Azad

তবে এক্ষেত্রে সবথেকে বেশি নেটিজেনদের ভাবাচ্ছে অন্য প্রশ্ন। এই জুটিকে একসাথে দেখে অনেকেরই প্রশ্ন তবে কি সাবা ( Saba Azad) অন্তঃসত্ত্বা? কালো পোশাকে টুইনিং করেছিলেন হৃতিক সাবা ( Hrithik Roshan and Saba Azad)। খোলামেলা কাটআউট পোশাকে গ্ল‍্যাম লুকে দেখা গেল অভিনেত্রীকে। পাশে কালো শার্ট, ট্রাউজার এবং ব্লেজারে যথারীতি হ‍্যান্ডসাম হাঙ্ক হৃত্বিক ( Hrithik Roshan)। কালো পোশাকে সাবার পেটের কাছে কিছুটা স্ফীত হয়ে রয়েছে। যা দেখে অনেকের মনেই উঁকি দিচ্ছে সন্দেহ, তবে কি হৃতিক আবারও বাবা হতে চললেন? আর তাই প্রেমিকার হাত ধরে সর্বসমক্ষে নিজেদের সম্পর্কের উদযাপন?

আরও পড়ুন : শহরে একের পর এক আত্মহত্যা করছেন মডেলরা! নেপথ্যে কারণ বিশ্লেষণ করলেন লালকুঠির রাহুল

picsart 22 05 27 19 20 02 647হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সাথেও বেশ ভালো সম্পর্ক সাবার। প্রায়শই তাঁদের এই সম্পর্কের ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগেও সুজান খান ও তাঁর এখনকার চর্চিত বয়ফ্রেন্ড এবং হৃত্বিক-সাবাকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এছাড়াও কাজের দিক থেকে বেশ খানিকটা ব্যস্ত রয়েছেন হৃত্বিক। একাধিক সিনেমা হাতে রয়েছে তাঁর। এই প্রথমবার তাঁকে ‘ফাইটার’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সাথে।




Leave a Reply

Back to top button