সর্ব সম্মুখেই ডোনার সঙ্গে প্রেমে মেতেছেন সৌরভ! দাদাগিরি’র মঞ্চে জড়িয়ে ধরে চলল কোমর দোলানো

মন্টি শীল, কলকাতা : বাংলা তথা বাঙালিদের জীবনে কর্ম ব্যস্ততার ফাঁকে এক এবং অন্যতম অঙ্গ হিসেবে পরিচিত হল বিনোদন। আর এই বিনোদনের চাহিদাকে পূরণ করতে সাহায্য করে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একের পর এক ধারাবাহিক। বিনোদনের এই বিশেষ অঙ্গের অন্যতম উপাদান হল গল্পের নিত্য নতুন টুইস্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধারাবাহিকও একঘেয়েমি মনে হয় দর্শকদের কাছে। আর সেই একঘেয়েমি দূর করতে হাজির হয়েছে একাধিক জনপ্রিয় রিয়ালিটি শো। টেলিভিশন পর্দায় এমন অনেক রিয়ালিটি শো সম্প্রচারিত হয়।
তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো হল জি বাংলার (Zee bangla) পর্দায় সম্প্রচারিত রিয়ালিটি শো দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ (Dadagiri unlimited season 9)। সপ্তাহের শেষ দুদিন ধারাবাহিকের একঘেয়েমি কাটিয়ে তুলতে দর্শকদের ড্রয়িংরুমে কার্যত দাপিয়ে বেড়াতে দেখা যায় এই রিয়ালিটি শো-কে। আর এর অন্যতম কারণ হল শো-এর শিক্ষামূলক রাউন্ডের সঙ্গে সঙ্গে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)-র অভূতপূর্ব সঞ্চালনা। তবে কিছু দিন যাবত দর্শক মহলে এক বিষন্নতা দেখা গিয়েছে। এর মূলত কারণ হল, অন্তিম লগ্নে এসে পৌছেছে এই বহুল জনপ্রিয় রিয়ালিটি শো।
আরও পড়ুন ….অবিকল সাভারকার! সিনেপাড়ায় হিন্দুত্বের ছোঁয়া দিয়ে নতুন বেশে হাজির রণদীপ হুডা
আরও পড়ুন ….দিন শেষে বলিউডই অমর! বলি-সাউথ বিতর্কে বিস্ফোরক রোহিত শেট্টি
জানা গিয়েছে, আগামী ৫ ই জুন টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই শো-এর অন্তিম পর্ব। কিন্তু তার আগেই এই শো কেন্দ্রীয় একাধিক ভাইরাল ভিডিও নেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, টলিউডের তাবড় তাবড় কলাকুশলীরা মঞ্চে উপস্থিত রয়েছেন। রয়েছেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona ganguly)। এমনকি উপস্থিত রয়েছেন আসন্ন পরবর্তী রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর প্রতিযোগিরাও। কিন্তু এরই মাঝে এক চমক দেখা গেল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, শো-এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলী একেবারে রোমান্টিক মুডে রয়েছেন।
আরও পড়ুন ….বড় পর্দা তো দূর, ছোট পর্দাতেও চিরকাল অবহেলিত প্রতিভাশালী অভিনেত্রী কনীনিকা
বিস্তারিত ভাবে বলতে গেলে, দাদাগিরির মঞ্চে স্বস্ত্রীক সৌরভ গাঙ্গুলীকে একেবারে রোমান্টিক মেজাজে সাঁওতালি গানের তালে কোমর দোলাতে দেখা গেল। আর ভিডিওতে মহারাজের এই রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাদের মতে শো-এর মঞ্চে স্ত্রী এর প্রতি দাদার প্রেম একেবারে উৎফুল্ল হয়ে উঠেছে। তবে শুধু মাত্র সৌরভ নন, এই বিশেষ সাঁওতালি গানে পা মেলাতে দেখা গিয়েছে মঞ্চে উপস্থিত অন্যান্য দেরও। তবে বাকিদের তুলনায় দর্শকদের বিশেষ ভাবে নজর কেড়েছে স্বস্ত্রিক সৌরভ গাঙ্গুলীর অসাধারণ যুগল বন্দি। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে স্বস্ত্রিক সৌরভ গাঙ্গুলীর নাচের ভিডিও। দর্শকদের মধ্যে শো শেষ হওয়ার বিষন্নতা দেখা গেলেও স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর যুগলবন্দি দেখার জন্য উৎফুল্ল হয়ে রয়েছেন আপামোর বাঙালি দর্শক মহল।