ফের হৃদয় ভাঙল ভাইজানের! সালমানের বউ থেকে সোজা পরিবারের পুত্রবধূ হলেন সোনাক্ষী

মন্টি শীল, কলকাতা : বিনোদন জগৎ, আলোচনার অন্যতম কেন্দ্র বিন্দু। অর্থাৎ প্রায় প্রতিনিয়ত বিনোদন জগৎ ব্যক্তি বর্গ তথা নেট দুনিয়া সর্বত্র আলোচনার বিষয় হয়ে থাকে। বিশেষত বলিউড। বলিউডের নিত্যনতুন সিনেমা এবং ধারাবাহিকের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বলি তারকাদের ব্যক্তিগত জীবন। আর সম্প্রতি এমনই আলোচিত বলিউড তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi sinha)। বলিউডের এই অভিনেত্রী জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা-র কন্যা এবং বিনোদন জগতের একজন প্রথম সারির অভিনেত্রী।

এই বলিউড অভিনেত্রী সিনেমা প্রেমিদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অসাধারণ অভিনয়ের কৌশল এবং মিষ্টি ভাবমূর্তি দর্শকদের মনকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। সোনাক্ষী তার অভিনয়ের মাধ্যমে বিপুল সম্পদের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও অর্জন করেছেন। কিন্তু বেশ কিছু দিন যাবত এই বলি অভিনেত্রী খবরের শিরোনামে রয়েছেন। আর তার অন্যতম মুখ্য কারণ হল অভিনেত্রীর বিয়ে। অনুরাগী মহল রীতিমতো জানতে উৎসুক, যে তাদের প্রিয় অভিনেত্রী কবে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর এর জেরে সোশ্যাল মিডিয়া কার্যত তোলপার।

30c42

আরও পড়ুন ….গাঁটছড়া’র সেট থেকে একের পর এক ফোন চুরি! চোরের অভিযোগে অনিন্দ্যের হাতে পাকড়াও শ্রীমা
আরও পড়ুন ….দর্শক টানতে শুধুই কূটকাচালি-পরকীয়া! টিআরপি এনেও বন্ধের মুখে জি বাংলার এই সিরিয়াল

তবে সম্প্রতি শত্রুঘ্ন কন্যা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। যাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে, তার আঙুলে একটি এঙ্গেজমেন্ট রিং পরা। সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের এই অভিনেত্রী জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর সঙ্গে বাগদান সম্পূর্ণ করেছেন এবং সম্ভবত তার সঙ্গেই বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও এই বিষয় নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছাড়া অভিনেত্রী তার অনুরাগীদের উদ্দেশ্যে কোনও রকমের বার্তা দেননি। কিন্তু এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এক গুরুতর তথ্য ভাইরাল হল।

30c43

আরও পড়ুন ….এ যেন কলির কেষ্ট! সাধারণের একজনই জোটে না আর ডক্টর সূ্র্য সেনের জীবনে চার সুন্দরী

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে অভিনেতা সালমান খান (Salman Khan)এর সঙ্গে বিবাহ সম্পূর্ণ করেছেন সোনাক্ষী। এমনকি তার জলজ্যান্ত ছবিও দেখা গিয়েছে। কিন্তু জানা গিয়েছে তা সম্পূর্ণ রূপে ভুয়ো। এর আসল তথ্য হল, অভিনেত্রী সোনাক্ষী বিয়ের পর সালমান খানের পুত্র বধু হতে চলেছেন। শোনা যাচ্ছে, অভিনেত্রী সোনাক্ষী সিনহার প্রিয়তম পাত্র জাহির ইকবাল অভিনেতা সালমান খানের পুত্র সমতুল্য। এমনকি দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক রয়েছে। তবে ভবিষ্যতে কি হবে তা আগামী দিনে এই বলি তারকাদের মারফত জানা যাবে। কিন্তু স্ত্রী এর বদলে সালমানের পুত্র বধু হিসেবে পরিচিতি পেতে চলেছেন সোনাক্ষী তা নিয়ে কোনও সন্দেহ নেই।




Leave a Reply

Back to top button