টাকার বিনিময়ে টেলিপাড়ায় মিলছে কাজ! বিস্ফোরক ঘটনায় নাম জোড়ালো কাদের?

মন্টি শীল, কলকাতা : টলিউড অর্থাৎ বিনোদনের এক অন্যতম পীঠস্থান। কিছু দিন যাবত বিনোদনের এই ক্ষেত্র এক অভূতপূর্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর তার অন্যতম কারণ হল সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা থেকে ধারাবাহিক এবং সদ্য প্রয়াত তরুণ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। কিন্তু ইদানিং কালে এই টলিউড এক আজব অভিযোগে জর্জরিত। বিস্তারিত করে বলে গেলে, প্রতিনিয়ত একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং সিনেমা দর্শকদের উদ্দেশ্যে উপহার দিয়ে চলেছে।

আর সাধারণ দর্শক মহল বিনোদনের জন্য এই সমস্ত ধারাবাহিক এবং সিনেমার আশ্রয় নিচ্ছেন। সাধারণত আম জনতা মনে করেন এই বিনোদন জগতের জীবন যাপন খুব রঙিন এবং আলোকোজ্জ্বল। কিন্তু আসলে তাদের জীবন যাত্রা এক বিরাট সংগ্রামে পরিপূর্ণ। আর এই জীবনকে আপন করে নেওয়ার জন্য আজকের তরুণ সমাজ অভিনয়ের জগতে নিজের স্বপ্ন পূরণের জন্য টলিউডে আসছেন। আর তরুণ সমাজের অভিনেতা হওয়ার স্বপ্নের মাঝে এসে দাঁড়িয়েছে এক দল ব্যবসায়ী বা প্রতারক। এমনি বিষ্ফোরক মন্তব্যে এইবার সরব হলেন টলিউডের একজন বিশিষ্ট জনপ্রিয় পরিচালক।

30c52

আরও পড়ুন ….৫০০ পর্ব শেষের আনন্দে মিষ্টিমুখ মিঠাইয়ের!কে কে উপস্থিত ছিলেন আনন্দ পর্বে? জেনে নিন
আরও পড়ুন ….ফের হৃদয় ভাঙল ভাইজানের! সালমানের বউ থেকে সোজা পরিবারের পুত্রবধূ হলেন সোনাক্ষী

সম্প্রতি প্রকাশিত হওয়া অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, এক মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করছেন একদল প্রতারক। এই দিন সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoye) এর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu samaddar)। তার মতে, কিছু কিছু প্রতারক অভিনয় করার মিথ্যা অডিশনের নাম করে জনসাধারণের কাছ থেকে টাকা তুলছেন। আর সাধারণরা তাদের স্বপ্ন পূরণের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করছে। এর ফলস্বরূপ ইতিমধ্যেই বহু মানুষ প্রতারিত হয়েছেন।

30c53

আরও পড়ুন ….গাঁটছড়া’র সেট থেকে একের পর এক ফোন চুরি! চোরের অভিযোগে অনিন্দ্যের হাতে পাকড়াও শ্রীমা

সম্প্রতি এই টলি পরিচালক তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি একটি পোস্ট করেন। যার মারফত তিনি এই বিষ্ফোরক মন্তব্যটি উষ্ণে দেন। তবে শুধু মন্তব্য নয়, তার সঙ্গে সঙ্গে পরিচালক অভিযুক্ত ব্যক্তির নাম এবং সোশ্যাল মিডিয়ার নথি সহ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম পলাশ। তিনি নিজেকে একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে সোশ্যাল মিডিয়াতে পরিচয় দিয়েছেন। পলাশ মিঠাই, বৌমা এক ঘর সহ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয়ে কাজ দেওয়ার নাম করে বিপুল অঙ্কের টাকা তুলছেন। টলি পরিচালক ওই ব্যক্তিকে হুঁশিয়ারির সুরে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থাপনারও হুমকি দিয়েছেন। যদিও এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।




Leave a Reply

Back to top button