৫ কোটি টাকা চেয়ে হুমকি অরিজিৎ সিং-কে, প্রাণ বাঁচাতে চুক্তিতে গেলেন শিল্পী

প্রত্যুষা সরকার, কলকাতা: এই মুহুর্তে টলিউড থেকে বলিউডের ( Bollywood ) একজন অন্যতম চাওয়া-পাওয়া গায়ক হলেন অরিজিৎ সিং ( arijit singh )। নিজের কন্ঠের যাদুতে শুধু ভারত নয় মন জয় করেছেন বিদেশের অনেক ভক্তদের। বলতে গেলে তিনি এখন সংগীত জগতে শীর্ষস্থান অধিকার করে রয়েছেন। দেশে বিদেশে এতো ফ্যান ফলোইং থাকার পরও গ্যাংস্টারের কাছ থেকে পেয়েছেন হুমকি ( Threats )। তবে কী সাফল্যই তাঁর প্রাণ সংশয় তৈরি করেছিল তাঁর?
সম্প্রতি পঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালা ( Sidhu Musewala ) খুন হওয়ার পর প্রকাশ্যে এল অরিজিৎ সিং-এর সাথে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা। সালটা ২০১৫, গ্যাংস্টার রবি পূজারির ( ravi pujari gang ) থেকে ৫ কোটি টাকা তোলা চেয়ে ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে। এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রথমে গায়ককে ৫ কোটির বেশি দিতে বলেছিলেন ওই গ্যাংস্টার, কিন্তু অত টাকা সেই মুহূর্তে দিতে অস্বীকার করেন অরিজিৎ ( arijit singh )। বদলে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন তিনি।
সম্প্রতি পাঞ্জাবে সিধু মুজ ওয়ালার প্রকাশ্য হত্যাকাণ্ডে এখন পুরো দেশ শোকাহত হয়ে পরেছে। এবার একসাথে অরিজিৎ সিং ( arijit singh )-এর এই ঘটনা তুলে ধরে যে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আন্ডারওয়ার্ল্ড সংযোগগুলি কতটা গভীর। অতীতে, এমন অনেক ঘটনায় সেলিব্রিটিদের সাথে ঘটেছে যেগুলির মধ্যে প্রায় অনেক ঘটনায় অতীতে রিপোর্ট করা হয়নি।
এক সংবাদমাধ্যমে অরিজিৎ ( arijit singh ) বলেন, ‘আমি রবি পূজারিকে চিনি না এবং আমি তার কাছ থেকে সরাসরি হুমকি পাইনি। তিনি আমাকে কয়েকটি শোতে বিনামূল্যে পারফর্ম করতে বলেছিলেন এবং আমার ম্যানেজারকে তা মেনে চলার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমার কাছে সরাসরি কোনো টাকা চাওয়া হয়নি, এবং সত্যি কথা বলতে কি, আমি সে ধরনের টাকাও উপার্জন করি না।’
আরও পড়ুন – বলি পাড়ার রক্তমাংসের ঈশ্বর! ৪ হাতের প্রতিবন্ধী শিশুর সাহায্যে পাশে সোনু সুদ
পাঞ্জাবের গায়ক ২৮ বছরের সিধু। গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পেয়েছিলেন তিনি ( arijit singh )। সে কথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিধুর ঘনিষ্ঠ আর এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী মিকা সিংহ। তিনি শুরুতেই জানান সিধুর হত্যার পিছনেও গ্যাংস্টারদেরই হাত রয়েছে। পরে কানাডার এক গ্যাংস্টার নিজেই নেটমাধ্যমে তাঁর খুনের দায় স্বীকার করেন।
আরও পড়ুন – এটা কি ছ্যাবলামী চলছে? ধূলোকনায় সানামের গানের অনুকরণ নিয়ে তীব্র কটূক্তি নেটি দুনিয়ায়