হাঁটুজলে ডুবে যাচ্ছেন নায়িকা, উমার প্রোমোতে মাথামুণ্ডহীন গল্পের জন্য ফের হাসির রোল নেটপাড়ায়।

জয়িতা চৌধুরী, কলকাতা: বাংলা সিরিয়ালের ( Bengali serial ) জনপ্রিয়তা অনেকটা স্যান্ডি সাহার ( Sandy Saha ) ভিডিওর মতন। কেউই বলেনা যে খুব ভালো কিছু হচ্ছে বা খুব উপভোগ্য কিন্তু অনেকেই দেখে। সম্প্রীতি একটি ধারাবাহিকের ক্লিশে দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। হাঁটু জলে ডুবে যাচ্ছেন নায়িকা। হাত তুলে অনেক কষ্টে বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন তিনি।
পাশে দাঁড়িয়ে একজন চিল চিৎকার জুড়েও সাহায্যের চেষ্টাও করছে না।
কিন্ত চিরাচরিত ধারা মেনেই নায়ক এসে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করল হাঁটু জলে তলিয়ে যেতে বসা নায়িকাকে। ভাবছেন কোন সিরিয়ালের দৃশ্য? জি বাংলার ( Zee Bangla ) ‘উমা’ ( Uma ) সিরিয়ালেই দেখা গিয়েছে এমন অভাবনীয় দৃশ্য। ধারাবাহিকের নায়ক অভিমন্য এক প্রকার টেনে তুলে প্রান বাঁচাচ্ছে নায়িকা উমার। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায়ে ( Social media ) ভাইরাল ( viral ) হতেই উঠেছে হাসির রোল।
কোণও কোণও নেটিজেনের ( netizen ) মতে, “ অতটুকু জলে কে ডোবে? ওর থেকে বেশি জল তো কলকাতার রাস্তাতেই জমে।” কেউ কেউ আবার বলছেন বর্ষাকালে বাড়ির উঠোনে নাকি আরো বেশি জল জমে। নেটনাগরিকরা হেসে গড়াগড়ি খাচ্ছেন দৃশ্যটা দেখে। অন্যদিকে সিরিয়ালপ্রেমীদের আবার বেশ পছন্দ হয়েছে উমা ( Uma ) ধারাবাহিকের এই দৃশ্য এবং অভিমন্যু-উমার ( Abhumanyu – Uma ) অনস্ক্রীন রসায়ন।
ইদানিং সিরিয়ালটিতে দেখানো হচ্ছে সকলে মিলে মন্দারমনি ঘুরতে গিয়েছে। উমা, অভিমন্যু, আলিয়া সকলেই সেখানে উপস্থিত। মন্দারমনি যাওয়া আলিয়ার একটি ষড়যন্ত্র। তাই মানালি, দার্জিলিং সব পরিকল্পনা ভেস্তে মন্দারমনি যেতে বাধ্য করে পরিবারের সকলকে। ষড়যন্ত্র করে একজনকে উমার মৃত বাবা সাজিয়ে তার সামনে হাজির করতে চায় আলিয়া। তবে সৈকতে ঘুরতে গিয়ে এবার নিজের কুবুদ্ধি খাটিয়ে উমাকে টেনে জলের মধ্যে নিয়ে যায় আলিয়া।
তারপর পেছন থেকে একটা ধাক্কা আর উমা জলের তলায়। অথবা, নেটিজেনরা যাকে বলছেন হাঁটু জলের তলায়। সাঁতার জানা উমা সেই ছোট-ছোট ঢেউয়ের মাঝে খাবি খেতে থাকে আর তা দেখে ‘উমাকে বাঁচাও উমাকে বাঁচাও’ বলে চিৎকার করে মজা দেখতে থাকে আলিয়া। পরিবারের সকলে যখন পাড়ে দাঁড়িয়ে উমাকে ডুবে যেতে দেখছে, তখনি জলের উপর দিয়ে ছুটে আসতে দেখা যায় নায়ক অভিমন্যুকে। ঝাঁপিয়ে পড়ে খাবি খেতে থাকা উমাকে তুলে দাঁড় করিয়ে দেয় অভিমন্যু। ঠিক এখানেই হয়েছে ছন্দপতন।